তুমি জাগো নিরবে,তুমি জাগো হৃদয়ের অন্তরালে।
তুমি ভেঙ্গে দাও এই হারানোর মোহ।
জেগে ওঠো আবারও আলোক দিশারী হয়ে।
তোমায় দেখবে বলে ওপারে চেয়ে আছে কত শত প্রিয়জন।
কোথায় হারিয়ে চলে গেলে অন্ধকার দিয়ে।
তোমার বজ্রকণ্ঠ আবারো বাজুক এই হৃদয়ে।
কোটি প্রাণের চাওয়া আবারো আসো মুজিব আমার দেশে।
তোমাকে বাঁচাতে ওই স্বৈরাচারদের বুলেটে প্রাণ হারাতে রাজি হাজারো মায়ের সোনার ছেলে।
কবে আসবে তুমি বলো হে মুজিব তোমায় দেখতে চেয়ে আছে কোটি মায়ের অশ্রু যুক্ত আঁখি।
তুমি এসে মুছে দিবে আঁখি,অপেক্ষায় চেয়ে রয় কোটি মায়ের হৃদয়।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :