সব সংসারেই স্বামী-স্ত্রীর মধ্যে মাঝে-মধ্যে রাগ-অভিমান হয়। তেমনি এক সংসারে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলছিল বেশ কিছুদিন ধরে। কিছুতেই সমঝোতা হচ্ছে না—
স্ত্রী: আমি বাপের বাড়ি চললাম, তুমি থাক তোমার সংসার নিয়ে। তোমার মা-বাবাই তো সব। হ্যাগো মাথায় নিয়ে নাচো।
স্বামী: আমিও বের হচ্ছি!
স্ত্রী: তুমি আবার কোথায় যাবে?
স্বামী: আমি গরিব-দুঃখীদের দান-খয়রাত করতে যাচ্ছি! মানত করছিলাম তো!
স্ত্রী: কিসের মানত?
স্বামী: মানত করেছিলাম। ফলাফল পেতে শুরু করেছি। কথা তো রাখতেই হয়। তুমি তাড়াতাড়ি বাপের বাড়ি গিয়ে আমার মনোবাসনা পূর্ণ করো।
একুশে সংবাদ/এসএডি
আপনার মতামত লিখুন :