জজ : তুমি বলতে চাও যে তুমি ৭ দিন উপোস ছিলে। তাই বাধ্য হয়ে ঐ খাবারের দোকানে চুরি করেছো?
চোর : জি জনাব।
জজ : আশ্চর্য! তা হলে তুমি খাবার না নিয়ে দোকানের ক্যাশ ভাঙলে কেন? তোমার লেগেছিল ক্ষুধা। তুমি খাবে খাবার।
চোর : স্যার- দোকানে খাবার খেলে তো মালিককে টাকা দিতে হবে। টাকা না দেয়াটা তো অন্যায়। খেয়ে পয়সা দেবো না এমন ছোটলোক আমি নই।
জজ : তাই ক্যাশ বাক্স ভাঙলে?
চোর : জি হুজুর- ক্যাশবাক্স ভেঙে টাকা বের করে মালিককে দিতে চাইছিলাম।
একুশে সংবাদ/ এসএডি
আপনার মতামত লিখুন :