AB Bank
ঢাকা বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাংলাদেশ ব্যাংক খেয়ে ফেলেছি : ইতর আলি


Ekushey Sangbad
শাহ আলম ডাকুয়া
০২:৪৮ পিএম, ৩ জুলাই, ২০২৪
বাংলাদেশ ব্যাংক খেয়ে ফেলেছি : ইতর আলি

আজকের মজার কৌতুক

বাংলাদেশ ব্যাংক খেয়ে ফেলেছি : ইতর আলি

ইতর আলি

‘হায় হায়- কয় কী? বাংলাদেশ ব্যাংক খেয়ে ফেলেছে কুমিল্লার ইতর আলি! মফিজ তুই মতিঝিলের দিকে আছিস? দেখতো বাংলাদেশ ব্যাংক, শাপলা চত্বর এগুলো ঠিকঠাক আছে কিনা? মোবাইলে বরিশালের কোপা শামছু এভাবেই কথা বলছিলো রংপুরের মফিজের সাথে।

পাঁচ টাকার কয়েন (বাংলাদেশ ব্যাংক লেখা)


হ্যাঁ পাঠক আপনারাও ঠিক শুনেছেন- আসলেই কুমিল্লার ইতর আলি বাংলাদেশ ব্যাংক খেয়ে ফেলেছে। সেরকমটাই জানালো সে।

কোপা শামছু: হ্যারে ইতর, ক তো ঠিক কি অইছে?

বাড়িতে টাকা জমানো মাটির ব্যাংক

ইতর আলি : আরে বাড়িতে মাটির ব্যাংক আছে না? ঠেকায় পড়ে ওটা ভেঙে ফেলেছি। পাঁচ টাকার কয়েনগুলো গুনতেছিলাম। হঠাৎ একটা কয়েন মুখের মধ্যে- তারপর গলা দিয়ে এক্কেবারে পেটে।

কোপা শামছু : তাতে কি অইছে?

ব্যাংক ভেঙে টাকা গোনা হচ্ছে

ইতর : আরে কয়েনের গায়ে শাপলা চত্বরের ছবি, বাংলাদেশ ব্যাংক লেখা ছিল। তাই বলেছি বাংলাদেশ ব্যাংক খেয়ে ফেলেছি।

কোপা শামছু : আহম্মক কোথাকার। জানিস- তোর ওই কথা ভাইরাল হয়ে গেছে। মিডিয়ার লোকজনে মতিঝিল সয়লাব। মন্ত্রী পরিষদের জরুরি বৈঠক বসছে। যাক সে সব কথা। কয়েন বাইর করার জন্য ডাক্তারের কাছে গেছিলি?

ইতর : না -যাইনি। মা বললো -বেশি করে খা। তারপর বাথরুম করলে পয়সাও বাথরুম হয়ে পড়ে যাবে।
কোপা শামছু : তারপর কি অইলো?

ইতর : বাথরুমে গেলাম। বাথরুম করলাম। প্রথম দফায়ই কয়েনটা পায়খানার সাথে বেরিয়ে এলো।

কোপা শামছু : তারপর কি করলি?

ইতর : কি আর করমু। অই ৫ টাকার কয়েনটা পায়খানার মধ্যে থেকে তুলে নিয়ে পানিতে ধুয়ে পকেটে নিয়েছি।

কোপা শামছু : ইতর জানি কোনহানকার। আসলেই তোরা ইতর। ছি. ছি. ছি.।

ইতর : ছি. ছি. করিস না শামছু। এয়ারপোর্টে কতজনে সোনা খেয়ে তারপর বাইরে এসে পায়খানা করে তা পাচার করে। হ্যাদের তো তোরা ইতর বলিস না। যত দোষ আমাগো কুমিল্লার?

 

একুশে সংবাদ/

Link copied!