মজার কৌতুক
আবুলের হাঁসের ‘ডিম্ব কাহিনি’
মফিজ ঢাকা থাকেন। রংপুরের মফিজ কিন্তু আস্তে আস্তে পালটে যাচ্ছে কথাবার্তায়, চালচলন ও বেশভুষায়। মেসের অন্য বাসিন্দা ময়মনসিংহের ‘আবুল’ সেদিন বললো-
আবুল : হ্যারে মফিজ-মেসে তো কিছুই নেই। বুয়া আইলে কী রান্না করবে? যা গলির দোকান থেকে ডিম নিয়া আয়।
মফিজ : কয়টা আনমু। আর কিসের ডিম আনমু?
আবুল : মুরগির ডিমের চেয়ে হাঁসের ডিম সাইজে একটু বড় আর তার পুষ্টিগুণও ভালো। তাই হাঁসের ডিম আনিস।
মফিজ : তোরা ময়মনসিংহিরা আবুলই থেকে গেলি। মানুষ হইতে পারলি না।
আবুল : ময়মনসিংহিরা তোমার কী করছে?
মফিজ : ওই যে বললি-হাঁসের ডিম আনতে। ডিম পারে হাঁসি (মেয়ে হাঁস)। হাঁসায় বা হাঁসে ডিম পারে না। একমাত্র হাঁসিতেই ডিম পারে। তোরা কোনটারে কি বলতে হবে তাই-ই জানিস না। এই জন্যই তো তোরা আবুল।
আবুল : সারা দেশের মানুষই তো হাঁসের ডিম বলে। হাঁসির ডিমের কথা কেউ বলে না। দোকানে গিয়ে বলে ‘হাঁসের ডিম” দেন। আমি বললাম আর তাতেই ‘আবুল’ হয়ে গেলাম।
মফিজ : সরি আবুল ভাই। আসলেই তোরে একারে দোষ দিয়ে লাভ নেই। দেশের অনেক মানুষই তো কত ভুলভাল কথা বলে। হ্যারা সবাই-ই আবুল আর মফিজ। কেবল দোষ আমাদের।
একুশে সংবাদ/ এসএডি
আপনার মতামত লিখুন :