মফিজের সোনা বিক্রি
বাংলাদেশে মাসে ৩/৪ বার সোনার দাম বাড়ানো-কমানো হয়। বাজুসের এটা একটি নিয়মিত কাজ হয়ে দাঁড়িয়েছে। এই ফাঁকে আমাদের রংপুরের মফিজও একটা কাম করেছে। মফিজ পার্টটাইম একটি জুয়েলারি প্রতিষ্ঠানে কাজ নিয়েছিল।
মালিক : হ্যারে মফিজ-আমি একটু ওই তাঁতিবাজার থেকে ঘুরে আসি। ক্রেতা এলে বলবি- সোনার দাম দ্বিগুণ বেড়ে গেছে। কমে দিবি না কাউকেই।
ঘণ্টাখানেক পরে মালিক এসে-
মালিক : মফিজ- দোকানে কেউ এসেছিল? আমার কথামতো কাজ করেছো তো?
মফিজ : হ্যাঁ মালিক। একজন সোনা বিক্রি করতে আইছিল।
মালিক : তার সোনা কি কিনে রেখেছো?
মফিজ : জি মালিক। সোনার ভরি ১ লাখ ২০ হাজার টাকা। তাকে আমি আপনার কথামতো এক ভরিতে ২ লাখ ৪০ হাজার টাকা দিয়েছি। মানে দ্বিগুণ দাম দিয়েছি।
মালিক : হায় হায়-মফিজ তুই আমার সারেসর্বনাস করেছিস। তোরা মফিজরা আর মানুষ হইলি না।
একুশে সংবাদ/ এসএডি
আপনার মতামত লিখুন :