AB Bank
ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রোকেয়া সাখাওয়াৎ হোসেনের ‘সুলতানার স্বপ্ন’


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:৩৯ পিএম, ২৩ জানুয়ারি, ২০২৫
রোকেয়া সাখাওয়াৎ হোসেনের ‘সুলতানার স্বপ্ন’

রোকেয়া সাখাওয়াৎ হোসেনের ‘সুলতানার স্বপ্ন’ ইউনেস্কোর “মেমোরি অব দ্য ওয়ার্ল্ড” হিসেবে স্বীকৃতি-প্রাপ্তি উপযাপন উপলক্ষে ‘সুলতানার স্বপ্ন অবারিত’ এই অনুপ্ররেণায় গত বছর ২১ ডিসেম্বর হিমালয়ের দেশ নেপালে বিশেষ পর্বত অভিযানে পাড়ি জমিয়েছিলেন বাংলাদেশের ৫ নারী পর্বতারোহী। 

হিমালয় শৃঙ্গে সফল এক অভিযান পরিচালনা করে সম্প্রতি দেশে ফিরেছেন তারা। ইউনেস্কো ও মুক্তিযুদ্ধ জাদুঘরের উদ্যোগে এবং আন্তর্জাতিক পেমেন্ট টেকনোলজি ব্র্যান্ড মাস্টারকার্ডের সার্বিক সহযোগিতায় দেশের প্রথম সর্বনারী এই পর্বত অভিযান আয়োজন করেছে পর্বতারোহীদের সংগঠন অভিযাত্রী। অভিযানের নেতৃত্ব দিয়েছেন এভারেস্টজয়ী প্রথম বাংলাদেশি নারী পর্বতারোহী নিশাত মজুমদার।

প্রথম নারী অভিযাত্রী দলের বাধা-সংকুল হিমালয় অভিযান সুলতানার স্বপ্ন-এর স্বীকৃতি প্রসারের নতুন সম্ভাবনা উন্মোচন করেছে। দেশ-বিদেশে রোকেয়ার নারীমুক্তি ও সমাজমুক্তির ভাবনা উপস্থাপনের সুযোগ তৈরি করেছে এই অভিযান। অভিযান শেষে নেপালের রাজধানী কাঠ মুন্ডুতে আয়োজিত সংবাদ-সম্মেলনে স্থানীয় উদ্যোক্তারা ‘সুলতানার স্বপ্ন’-এর নেপালী ভাষ্য প্রকাশের ঘোষণা দেন। ব্যাংককে অবস্থিত ইউনেস্কো মেমোরি অব দ্য  ওয়ার্ল্ড- এর দপ্তর এই অভিযানকে স্বাগত জানিয়েছে।

রোকেয়ার ‘সুলতানার স্বপ্ন’ অবলম্বনে এই ব্যতিক্রমী উদ্যোগের অভিজ্ঞতা বিনিময়ের জন্য আজ সকাল ১১ টায় মুক্তিযুদ্ধ জাদুঘরে অভিযাত্রীদলের সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। দলনেতা নিশাত মজুমদার, অভিযাত্রী দলের সদস্যাবৃন্দ ছাড়াও মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জনাব সৈয়দ মোহাম্মদ কামাল, ইউনেস্কোর হেড অব কমিউনিকেশন অ্যান্ড পাবলিক এনগেইজমেন্ট নুসরাত আমীন, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও সদস্য সচিব সারা যাকের এবং মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি জনাব মফিদুল হক অনুষ্ঠানে বক্তব্য উপস্থাপন করবেন।

একুশে সংবাদ/ এস কে 

Link copied!