AB Bank
ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ২৬ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

স্বাস্থ্যখাত এবারও গুরুত্বহীন


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:৪১ পিএম, ১ জুন, ২০২৩
স্বাস্থ্যখাত এবারও গুরুত্বহীন

২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্যখাতের জন্য মোট বাজেটের ৫ শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে। আর ২০২২-২৩ অর্থবছরে এ খাতে মোট বাজেটের ৫ দশমিক ৪ শতাংশ বরাদ্দ ছিল।

 

বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট পেশের সময় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য জানান।

 

প্রস্তাবিত জাতীয় বাজেটের আকার আগের বাজেটের তুলনায় বেড়েছে ১২ দশমিক ৩৪ শতাংশ। অথচ স্বাস্থ্যখাতে বেড়েছে ৩.২৩ শতাংশ।

 

নতুন বাজেটে স্বাস্থ্যখাতে মোট ৩৮ হাজার ৫২ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা আগের বাজেটে ছিল ৩৬ হাজার ৮৬৩ কোটি টাকা।

 

সামগ্রিকভাবে বাজেটে জনগণের স্বাস্থ্যসেবার খরচ কমার কোনো সুযোগ নেই বরং রোগীদের স্বাস্থ্যসেবার খরচ বেড়ে যাবে বলে মনে করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সৈয়দ আব্দুল হামিদ।

 

গণমাধ্যমকে তিনি বলেন, ‍‍`এতে স্বাস্থ্যসেবা ও ওষুধসহ সামগ্রিকভাবে স্বাস্থ্যখাত নিয়ে উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ আছে।‍‍`

 

প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের জন্য বরাদ্দ রাখা হয়েছে ২৯ হাজার ৪৩১ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় মাত্র ১৫০ কোটি টাকা বেশি। এর মধ্যে পরিচলন ব্যয় ১৭ হাজার ২২১ কোটি টাকা ও উন্নয়ন ব্যয় ১২ হাজার ২১০ কোটি টাকা।

 

এছাড়া, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের জন্য প্রস্তাবিত বাজেটে আরও ৮ হাজার ৬২১ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এই বরাদ্দ থেকেই নতুন মেডিকেল বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার ব্যয় নির্বাহ করা হয়।

 

একুশে সংবাদ/দ.স.প্র/জা.হা

Link copied!