AB Bank
ঢাকা রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চাকরি স্থায়ীকরণের দাবিতে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের বিক্ষোভ


Ekushey Sangbad
মো: সোহেল রানা, ঢাকা
০২:২১ পিএম, ১৭ নভেম্বর, ২০২৪
চাকরি স্থায়ীকরণের দাবিতে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের বিক্ষোভ

কোভিডে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত সহস্রাধিক কর্মকর্তা-কর্মচারীরা চাকরি স্থায়ীকরণের দাবিতে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। তাদের দাবি, মরণঘাতি কোভিডের সময় জীবনঝুঁকি নিয়ে কাজ করলেও বর্তমানে অবহেলা-বঞ্চনায় দিনাতিপাত করছে ১০০৪ কর্মী। একদিকে চাকরি হারানোর ভয়, অন্যদিকে চাকরির বয়সসীমা শেষ হওয়ায় নতুন কোনো চাকরিতে যোগদানেরও সুযোগ না থাকায় সংসার নিয়ে পথে বসার উপক্রম এসব কর্মীদের। এই অবস্থায় শর্তহীনভাবে চাকরি স্থায়ীকরণের দাবি এসব কর্মকর্তা-কর্মচারীদের।

আজ রোববার (১৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন কোভিডের সময়ে আউটসোর্সিংয়ে নিয়োগ পাওয়া এসব কর্মীরা। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তাদের এই বিক্ষোভ চলছিল।

আউটসোর্সিং কর্মীদের দাবি, ভয়াবহ কোভিডের সময় কোভিডে মারা যাওয়া মায়ের লাশ যখন সন্তান এসে নিতে চায়নি, সেই সময়ে আমরা নিজের জীবন বিপন্ন করে রাষ্ট্র ও জনগণকে সেবা দিয়েছি। এখন আমাদের স্ত্রী সন্তান নিয়ে পথে বসার জন্য দিন গুণছি। আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে, আগামী ৩১ ডিসেম্বর আমাদের কোভিড-১৯ ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যানডেমিক প্রিপেয়ার্ডনেস প্রকল্পের আউটসোর্সিং প্রক্রিয়ায় নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা, কর্মচারীদের চাকরি শেষ। তখন আমরা কী করব, কোথায় যাবো আর আমাদের পরিবারই বা কীভাবে চলবে?

জাহিদ হাসান নামে এক আউটসোর্সিং কর্মী বলেন, আমাদের মহামারির সময় তিন মাসের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। যদি তিন মাস পর আমাদের চাকরি চলে যেত, তাহলে আজ আমরা এখানে আসতাম না। আমরা অন্য কোনো জায়গায় কাজ খুঁজে নিতাম। কিন্তু রাষ্ট্রের প্রয়োজনে আমাদের ছয় মাস করে করে মেয়াদ বাড়িয়ে আজ এই অবস্থায় নিয়ে আসা হয়েছে।

তিনি বলেন, এখন আমাদের কারও চাকরির বয়স নাই। এই অবস্থায় হঠাৎ করেই ১০০৪ জন জনবল বেকার হয়ে যাবো। আমাদের স্ত্রী সন্তান নিয়ে অনাহারে জীবন যাপন করতে হবে। তাই আমরা যারা দক্ষ জনবল রয়েছি তাদের চাকরির নিশ্চয়তা দিতে হবে।

আব্দুর রহমান নামে আরেক কর্মী বলেন, আমরা এমন একটা সময় দেশের জন্য কাজ করেছি যখন রাস্তায় কুকুর বিড়ালকে খাবার দেওয়ার মানুষ ছিল না। আমরা পায়ে হেঁটে অফিসে গিয়ে কাজ করেছি জীবনের ঝুঁকি নিয়ে। কিন্তু আগামী ৩১ ডিসেম্বর চাকরি শেষ বলে জানিয়ে দিয়েছে। হঠাৎ করে আমাদের পথে বসিয়ে দেওয়া হবে, এমনটা প্রত্যাশা করেই কি আমরা জীবনের ঝুঁকি নিয়েছিলাম?

তিনি বলেন, কোভিড-১৯ মহামারির সময় আমাদের মধ্যে থেকে ২০৩ জনকে রাষ্ট্রপতির বিশেষ ক্ষমতাবলে তাদের রাজস্ব খাতে নিয়োগ দিয়েছিল। পরে আমাদেরকে রাজস্ব খাতে নেওয়ার আশ্বাস দিয়েছিল, কিন্তু এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই প্রকল্প অফিস থেকে। এই অবস্থায় আমাদের এক দফা এক দাবি। যতক্ষণ না দাবি আদায় হবে, আমরা ঘরে ফিরে যাবো না।

আউটসোর্সিংয়ে কর্মরত এসব চাকরিজীবীদের দাবিগুলো হলো: ১. কোভিড-১৯ মহামারি যোদ্ধাদের ৩১ ডিসেম্বরের পর চাকরি বহাল চাই ২. স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় জুলাই ২০২৪ হতে জুন ২০২৯ মেয়াদে বাস্তবায়নের জন্য প্রস্তাবিত ৫ম সেক্টর কর্মসূচিভুক্ত ওপিসমূহ অতি দ্রুত ১০০৪ জন জনবলকে বহাল রেখে বাস্তবায়ন করতে হবে ৩. কোভিড-১৯ যোদ্ধাদের বয়স শিথিল রেখে যথাযথ নিয়ম মেনে রাজস্বখাতে স্থানান্তরিত করতে হবে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!