AB Bank
ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যুক্তরাষ্ট্রে শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহারে নিয়ন্ত্রণ


Ekushey Sangbad
তথ্যপ্রযুক্তি ডেস্ক
১২:৩৯ পিএম, ২৫ মার্চ, ২০২৩
যুক্তরাষ্ট্রে শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহারে নিয়ন্ত্রণ

উটাহ হল প্রথম মার্কিন রাজ্য যেটি শিশুদের সামাজিক মিডিয়া ব্যবহার নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নিয়েছে। এখন থেকে শিশুদের ফেসবুক, ইনস্টাগ্রাম বা টিকটক ব্যবহার করার জন্য তাদের পিতামাতার সম্মতি নিতে হবে। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

 

উটাহের গভর্নর জানিয়েছেন, রাজ্যের তরুণদের সুরক্ষার জন্য তিনি দুটি নীতিতে স্বাক্ষর করেছিলেন। নিয়মগুলো পিতামাতাদের শিশুদের অনলাইন অ্যাকাউন্টগুলোতে পোস্ট এবং ব্যক্তিগত বার্তাগুলোতে সম্পূর্ণ অ্যাক্সেস দেয়।

 

শিশুদের মানসিক স্বাস্থ্যের উপর সোশ্যাল মিডিয়ার প্রভাব নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে এই পদক্ষেপটি আসে। নীতিমালায় বলা হয়, স্থানীয় সময় রাত ১০টা ৩০ মিনিট থেকে সকাল ৬টা ৩০ মিনিট পর্যন্ত শিশুরা সোশ্যাল মিডিয়া অ্যাক্সেস করতে পারবে না।

 

তবে তাদের অভিভাবক চাইলে সেই অধিকার দিতে পারেন। নীতিমালা অনুযায়ী, সোশ্যাল মিডিয়া সংস্থাগুলো আর শিশুদের সম্পর্কে তথ্য সংগ্রহ করতে বা বিজ্ঞাপনের জন্য তাদের লক্ষ্য করতে পারবে না।

 

রিপাবলিকান গভর্নর স্পেন্সার কক্স এক টুইট বার্তায় লিখেছেন, ‍‍`আমরা সোশ্যাল মিডিয়া প্রতিষ্ঠানগুলোকে আমাদের তরুণদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি করতে দিতে পারি না। নেতা ও অভিভাবক হিসেবে তরুণদের রক্ষা করা আমাদের দায়িত্ব।‍‍`

 

শিশুদের অ্যাডভোকেসি গ্রুপ কমন সেন্স মিডিয়া সোশ্যাল মিডিয়ার সবচেয়ে আসক্তিমূলক বৈশিষ্ট্যগুলো কমাতে গভর্নরের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। তারা এই নীতিকে রাজ্যের শিশু এবং তাদের পরিবারের জন্য একটি বিশাল বিজয় বলে অভিহিত করেছেন।

 

আরকানসাস, টেক্সাস, ওহাইও, লুধিয়ানা ও নিউ জার্সিতে অনুরূপ প্রবিধান বিবেচনা করা হচ্ছে। প্রেসিডেন্ট জো বাইডেনের স্টেট অফ দ্য ইউনিয়নের ভাষণে গত ফেব্রুয়ারিতে টেক কোম্পানিগুলোকে শিশুদের তথ্য সংগ্রহ করা বন্ধ করার জন্য আইন প্রণয়নের আহ্বান জানানো হয়েছিল।

 

একুশে সংবাদ/স/এসএপি

টাইমলাইন

  1. ০৯:১২ পিএম, ১০ এপ্রিল, ২০২৩ যুক্তরাষ্ট্রে ব্যাংকে গুলি, নিহত ৫
  2. ০৪:৩২ পিএম, ১ এপ্রিল, ২০২৩ ডিজিটাল নিরাপত্তা আইনের ব্যবহারে যুক্তরাষ্ট্রের উদ্বেগ
  3. ০৪:০৭ পিএম, ১ এপ্রিল, ২০২৩ বাংলাদেশ আজ বিশ্বের কাছে মডেল: মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী
  4. ০২:০০ পিএম, ১ এপ্রিল, ২০২৩ যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা জারি, নিহত ৪
  5. ০৩:১২ পিএম, ৩১ মার্চ, ২০২৩ যুক্তরাষ্ট্রের দিকে ঝুঁকছে বাংলাদেশ: ফরেন পলিসি
  6. ১২:৩১ পিএম, ৩১ মার্চ, ২০২৩ কেন মার্কিন নাগরিকদের দ্রুত রাশিয়া ছাড়ার আহ্বান?
  7. ১১:৫০ এএম, ৩১ মার্চ, ২০২৩ মুখ বন্ধ রাখেতে পর্ণ তারকাকে টাকা দিয়ে অভিযুক্ত ট্রাম্প
  8. ১১:৫৮ এএম, ২৬ মার্চ, ২০২৩ বাংলাদেশের সঙ্গে কাজ করার বিষয়ে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ
  9. ১২:৩৯ পিএম, ২৫ মার্চ, ২০২৩ যুক্তরাষ্ট্রে শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহারে নিয়ন্ত্রণ
  10. ০৫:১১ পিএম, ২৩ মার্চ, ২০২৩ যুক্তরাষ্ট্র থেকে এলএনজি কিনছে সরকার
Link copied!