AB Bank
ঢাকা রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ক্যামেরার সেন্সর পরিষ্কার রাখার উপায়


Ekushey Sangbad
তথ্যপ্রযুক্তি ডেস্ক
১০:১৭ এএম, ২৫ জুলাই, ২০২৩
ক্যামেরার সেন্সর পরিষ্কার রাখার উপায়

ক্যামেরায় ভালো ছবি পেতে সেন্সর সবসময় পরিষ্কার রাখতে হয়। এসএলআর ক্যামেরার লেন্স বদল করার সময় সেন্সরে ধুলাবালি ঢোকার সম্ভাবনা বেশি থাকে। যেকোনো ফটোগ্রাফারের জীবনে ক্যামেরা পরিষ্কার করা এক অত্যন্ত জটিল ও সময় সাপেক্ষ কাজ। ক্যামেরার সেন্সর পরিষ্কার রাখা খুবই জরুরি। নয়তো সব ছবিতেই কালো ছোপ দেখা যাবে।

 

অনেক ডিএসএলআর ক্যামেরায় অটোমেটিক সেন্সর ক্লিনের অপশন থাকে। এই অপশনটি ব্যবহার করলে মাইক্রো ভাইব্রেটার ব্যবহার করলে ক্যামেরা সেন্সরে জমা ধুলা ফেলে দেয়। আপনার ক্যামেরায় যদি এই অপশন না থাকে তবে অন্য উপায়ে আপনি ক্যামেরার ডাস্ট ঝেড়ে ফেলতে পারবেন। নিজে হাতে ক্যামেরা পরিষ্কার করার আগে দেখে নিন এই সবকটি জিনিস আপনার কাছে আছে কি না। লিন্ড ফ্রি ক্লিনিং সোয়াব, যেটা আপনার ক্যামেরা সেন্সরের জন্য তৈরি। ক্যামেরা সেন্সর ক্লিনিং সলিউশান এয়ার ব্লোয়ার।


ক্যামেরার সেন্সর পরিষ্কার করার ‍উপায়-


স্টেপ ১: আপনার ক্যামেরায় সেন্সর ক্লিন করার অপশনটি খুঁজে বার করুন।


স্টেপ ২: এই মোডটি সিলেক্ট করলে আপনার ক্যামেরার মিররটি লক হয়ে যাবে এবং সেন্সরটি দেখা যাবে।


স্টেপ ৩: এরপর ব্লোয়ার দিয়ে ক্যামেরার সেন্সরে জোরে হাওয়া দিন। লক্ষ্য রাখবেন ব্লয়ারের মাথা যেন ক্যামেরার সেন্সর স্পর্শ না করে। এইভাবে সেন্সরের ধুলা ঝেড়ে ফেলুন।


স্টেপ ৪: এরপর সোয়াবের উপর দুই ফোঁটা সলিউশন দিয়ে সেন্সরের উপর সেটিকে আলতো করে বোলান।


স্টেপ ৫: এরপর লেন্স লাগিয়ে ছবি তুলতে শুরু করুন।

 

একুশে সংবাদ/স ক

Link copied!