AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিদায় নিলো মেসেঞ্জার লাইট


Ekushey Sangbad
তথ্যপ্রযুক্তি ডেস্ক
১২:৩৫ পিএম, ২০ সেপ্টেম্বর, ২০২৩
বিদায় নিলো মেসেঞ্জার লাইট

মেসেঞ্জার লাইট স্মার্টফোন থেকে চিরতরে বিদায় নিলো। আইফোনের পর এবার অ্যানড্রয়েডেও বন্ধ হয়ে গেল এই ম্যাসেজিং অ্যাপ। গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি সরিয়ে নিয়েছে মেটা। এর ফলে নতুন ব্যবহারকারীরা মেসেঞ্জার লাইট ইনস্টল করতে পারছেন না।

 

ইন্টারনেটের গতি কম থাকলে বা মোবাইল নেটওয়ার্ক দুর্বল হলে, চাইলেও স্মার্টফোনে থাকা মেসেঞ্জার অ্যাপ ব্যবহার করা যায় না। আর তাই অনেকেই বাধ্য হয়ে ‘মেসেঞ্জার লাইট’ অ্যাপ ব্যবহার করেন। গত ১৮ সেপ্টেম্বর বন্ধ হয়ে গেল এই মেসেঞ্জার লাইট অ্যাপ।


টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, গত এক মাস ধরে এই অ্যাপটির ব্যবহারকারীদের কাছে একটি বার্তা পাঠানো হয়েছে। সেই বার্তায় তাদের চ্যাটিং চালিয়ে যাওয়ার জন্য মেসেঞ্জার ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়।


মেসেঞ্জার লাইট অ্যাপটি ইতোমধ্যেই নতুন ব্যবহারকারীদের জন্য গুগল প্লে স্টোর থেকে সরিয়ে দেওয়া হয়েছে। গত সোমবারের পর থেকে এটি অকার্যকর হয়ে পড়েছে। অ্যাপটির মাধ্যমে এখন কোনো যোগাযোগই করা যাচ্ছে না।


মেটার মুখপাত্র এক ই-মেইলে টেকক্রাঞ্চকে জানিয়েছে, যারা অ্যান্ড্রয়েডের জন্য মেসেঞ্জার লাইট অ্যাপ ব্যবহার করছেন তাদের কাছে ২১ আগস্ট থেকে বার্তা পাঠানো হচ্ছে। মেসেঞ্জার এবং মেসেঞ্জার লাইটকে নির্দেশ দেওয়া হয়েছে।


এদিকে মেটা এই বছরের শেষ নাগাদ মেসেজিং অ্যাপে ডিফল্ট এন্ড-টু-এন্ড এনক্রিপশন প্রকাশ করার পরিকল্পনা করছে বলে চলতি সপ্তাহের শুরুতে ঘোষণা করেছিল।

 

একুশে সংবাদ/স ক 

Shwapno
Link copied!