এক্স হ্যান্ডেলেও (সাবেক টুইটার) ভিডিও ও অডিও কলের সুবিধা যুক্ত করতে যাচ্ছেন ইলন মাস্ক। বুধবার (২৫ অক্টোবর) তিনি এ তথ্য জানান। ইলন মাস্ক এক্স পোস্টে একটি স্ক্রিন ক্যাপচার শেয়ার করেছেন, এতে কীভাবে অডিও ও ভিডিও কল চালু করা যাবে তা দেখানো হয়েছে।
ইলন মাস্ক স্ক্রিন ক্যাপচার শেয়ার করার পর অনেকে এ সুবিধা চালু করার চেষ্টা করেন। তবে তিনি বার্তা সংস্থা এএফপিকে বলেন, এটির টেস্টিং চলছে।
গত আগস্টে তিনি এক্স হ্যান্ডেলে ভিডিও ও অডিও কলের সুবিধা যুক্ত করার ঘোষণা দিয়েছিলেন। ওই সময়ে তিনি বলেছিলেন, নতুন এ ফিচার আইএসও, অ্যান্ড্রয়েড এবং ম্যাক পিসিতেও কাজ করবে।
গত জুলাইতে ইলন মাস্ক টুইটারের নাম পরিবর্তন করে এক্স করেন। তিনি এখানে সব ধরনের সুবিধা যুক্ত করতে চান। এজন্য তিনি চীনের উইচ্যাট থেকে অনুপ্রাণিত হয়েছেন।
গত বছরের অক্টোবরে টুইটার কিনে নেন মাস্ক। এরপর সামাজিক এই মাধ্যমটিতে বিজ্ঞাপন ব্যাপক আকারে কমে যায়। পরে তিনি খরচ কমানোর জন্য অনেক কর্মী ছাঁটাই করেন। এছাড়া চলতি বছর এক্স হ্যান্ডেলে তিনি বেশ কিছু পরিবর্তন আনেন।
একুশে সংবাদ/চ.টি/না.স
আপনার মতামত লিখুন :