ইনস্টাগ্রামে একটি নতুন ফিচার রোলআউট করেছে মেটা। নতুন ফিচারের সাহায্যে ব্যবহারকারীরা ইনস্টাগ্রাম রিলস্ ভিডিও ডাউনলোড করতে পারবেন। এতে কোনো থার্ড পার্টি অ্যাপের সাহায্য নিতে হবে না।
ইনস্টাগ্রামের প্রধান আদাম মোসেরি ঘোষণা করেছেন, অ্যাপের অফিসিয়াল চ্যানেল থেকেই নতুন আপডেটটি পাবেন ব্যবহারকারীরা। চলতি বছরের প্রথমেই ফিচারটি সর্বপ্রথম মার্কিন যুক্তরাষ্ট্রের মার্কেটের জন্য রোলআউট করা হয়েছিল। এবার সেই ফিচারই বিশ্বের অন্যান্য প্রান্তেও চলে এলো।
কীভাবে ডাউনলোড করবেন ইনস্টাগ্রাম রিলস্
নতুন আপডেটে ইনস্টাগ্রাম রিলস্ ডাউনলোড করার পদ্ধতিটি খুবই সহজ। তার জন্য আপনাকে সেই রিলটি খুলতে হবে, যেটি আপনি ডাউনলোড করতে চান। সেখানে ‘শেয়ার’ আইকনে ট্যাপ করুন পেপার এয়ারপ্লেন আইকন দিয়ে। এখানেই আপনি একটি ডাউনলোড অপশনও দেখতে পাবেন। সেখানে ট্যাপ করলেই ইনস্টা রিলস ভিডিও আপনার ক্যামেরা রোলে সেভ হয়ে যাবে।
এখন আপনার যদি পাবলিক অ্যাকাউন্ট থাকে, তাহলে বাই ডিফল্ট রিলস্ ডাউনলোডের অপশনটি চলে আসবে। তবে আপনি চাইলে ভিডিয়ো ডাউনলোডিংয়ের অপশনটিকে বন্ধও করে রাখতে পারেন। তার জন্য আপনাকে প্রোফাইল থেকে সেটিংস অপশনে গিয়ে- প্রাইভেসি > শেয়ারিং অ্যান্ড রিমিক্সেস > রিলস ডাউনলোড অপশনগুলিতে এক-এক করে যেতে হবে। সেখানে ডাউনলোড বাটনের টগল অফ করে রাখতে পারেন।
ফিচারটি সবে মাত্র রোলআউট করা হয়েছে। সব ইনস্টাগ্রাম ব্যবহারকারীর কাছে যে এখনই তা চলে আসবে এমনটা নয়। আপনার অ্যাকাউন্টে ফিচারটি আসতে এখনও কিছুটা সময় লেগে যাবে। আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যদি রিলস্ ডাউনলোড করার অপশনটি দেখতে না পান, তাহলে অ্যাপটিকে আপডেট করে নিতে পারেন।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :