স্মার্টফোনের ব্যাটারি ভালো রাখতে চাইলে কিছু নিয়মকানুন মেনে চলা জরুরি। তা না হলে দ্রুত মোবাইলের ব্যাটারি খারাপ হয়ে যেতে পারে। অ্যানড্রয়েড অথরিটি ওয়েবসাইটের এক প্রতিবেদনে উঠে এসেছে স্মার্টফোনের ব্যাটারি ভালো রাখার উপায়। চলুন দেখে নেই।
মোবাইল কখন চার্জ দিতে হবে
মোবাইলে ৫০ শতাংশ থেকে ৯০ শতাংশের মধ্যে চার্জ থাকা ভালো। চার্জের পরিমাণ ৫০ শতাংশের চেয়ে কমে গেলে চার্জ করতে হবে। তবে চার্জ ৯০ থেকে ৯৫ শতাংশ হয়ে গেলে চার্জার খুলে ফেলবেন।
চার্জ ২০ শতাংশের কম নয়
স্মার্টফোনের ব্যাটারির চার্জ যেন ২০ শতাংশ থেকে কমে না যায়, সেদিকে লক্ষ রাখতে হবে। এতে ফোনের ব্যাটারি দ্রুত খারাপ হতে পারে।
১০০ শতাংশ চার্য নয়
স্মার্টফোনের ব্যাটারি ১০০ শতাংশ চার্জ না দেওয়াই ভালো। তবে মাসে সর্বোচ্চ দুই বার ০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত চার্য দেওয়া যেতে পারে।
চার্জিং অবস্থায় স্মার্টফোন ব্যবহার
স্মার্টফোন চার্জ হতে থাকা অবস্থায় ব্যবহার না করাই ভালো। এতে ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে যায়। অনেক সময় ব্যাটারি বিস্ফোরিতও হতে পারে!
ব্যাটারি অপ্টিমাইজেশন অ্যাপ ব্যবহার
অ্যানড্রয়েড মোবাইল ফোনে সবসময় কিছু না কিছু অ্যাপ কাজ করতে থাকে। তাছাড়া কিছু ব্যাকগ্রাউন্ড ফাংশন, যেগুলোর দরকার নেই সেগুলো ফোনের চার্জ ব্যবহার করতে থাকে। ব্যাটারি অপ্টিমাইজেশন অ্যাপ ব্যবহার করে ব্যাকগ্রাউন্ড অ্যাপগুলো বন্ধ করা যায়। ফলে ব্যাটারির চার্জ থাকে দীর্ঘ সময়। এ রকম কিছু অ্যাপ হলো ব্যাটারি ডক্টর, ক্যাসপারস্কাই ব্যাটারি লাইফ, ব্যাটারি পিআই অ্যান্ড অপ্টিমাইজেশন।
সারারাত স্মার্টফোন চার্জ দেওয়া
সারা রাতের জন্য ফোন চার্জে লাগিয়ে রাখাটা ব্যাটারির জন্য ক্ষতিকর। যতটুকু চার্জের প্রয়োজন, তার থেকে বেশি পরিমাণে চার্জে দিয়ে রাখলে ব্যাটারিতে তার খারাপ প্রভাব পড়ে এবং চার্জের সঙ্গে সংশ্লিষ্ট অনেক ধরনের সমস্যা দেখা দেয়।
যেকোনো চার্জার বা পাওয়ার ব্যাংক ব্যবহার
পাওয়ার ব্যাংক ব্যবহার করলে স্মার্টফোনের ক্ষতি হতে পারে। এতে ব্যাটারির আয়ু কমে যায়। অনেক ক্ষেত্রে সস্তা চার্জার ব্যবহার করার ফলে ব্যাটারিতে আগুন পর্যন্ত লেগে যেতে পারে।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :