AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
টেকসই ড্রাইভিংয়ে নতুন মাইলফলক

বিওয়াইডি’র ৭০ লাখ নিউ এনার্জি ভেহিকল উৎপাদন


Ekushey Sangbad
তথ্যপ্রযুক্তি ডেস্ক
০৪:০৬ পিএম, ১৫ এপ্রিল, ২০২৪
বিওয়াইডি’র ৭০ লাখ নিউ এনার্জি ভেহিকল উৎপাদন

বিশ্বের শীর্ষস্থানীয় নবায়নযোগ্য জ্বালানিচালিত গাড়ি ও পাওয়ার ব্যাটারি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি বিশ্বের সর্বপ্রথম গাড়ি নির্মাতা হিসেবে ৭০ লাখ তম নিউ এনার্জি ভেহিকল (এনইভি) ডেনজা এন৭ তৈরি করেছে। চীনের জিনান কারখানায় এই গাড়ি উন্মোচনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি আরেকটি যুগান্তকারী মাইলফলক অর্জন করলো।   

২০২১ সালে মে মাসে বিওয়াইডি ১০ লাখ এনইভি উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করে এবং পরবর্তী ১৮ মাসের মধ্যে এই সংখ্যা প্রায় ৩ গুণ ছাড়িয়ে যায়। পরের ৯ মাসের মধ্যে এই সংখ্যা ৫০ লাখ অতিক্রম করে যায়। সেখান থেকে পরের ৭ মাসের মধ্যে বিওয়াইডি ৭০ লাখের মাইলফলক পেরিয়ে যায় এবং শক্তিশালী এন্ড-টু-এন্ড সাপ্লাই চেইনের সক্ষমতা দেখায়। ২০২৩ এ বিওয়াইডি’র এনইভি’র সম্মিলিত বাৎসরিক বিক্রির পরিমাণ হয় ৩০ লাখ ২০ হাজার ইউনিট; যা এনইভি বিক্রির ক্ষেত্রে প্রতিষ্ঠানটিকে বিশ্বের নেতৃস্থানীয় পর্যায়ে নিয়ে যায়। এর বিস্তৃত ব্র্যান্ড পোর্টফোলিও থেকে নানান মডেল ধারাবাহিকভাবে ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে বিক্রির ক্ষেত্রে শীর্ষস্থান অর্জন করে।     

বিওয়াইডি খুব দ্রুত নিজেকে আন্তর্জাতিক বাজারে নিয়ে যায় এবং বাংলাদেশসহ বিশ্ববাজারে নিজের অবস্থান তৈরি করে নেয়। প্রতিষ্ঠানটি বিশ্ববাজারে ২ লাখ ৪০ হাজার ইউনিট নবায়নযোগ্য জ্বালানিচালিত যাত্রীবাহী গাড়ি বিক্রি করে, যা বছরে ৩৩৭ শতাংশ বৃদ্ধি পায়। ফলে, প্রতিষ্ঠানটি ২০২৩ সালে এনইভি’র ক্ষেত্রে শীর্ষ চীনা রপ্তানিকারকের স্বীকৃতি অর্জন করে। এখন পর্যন্ত থাইল্যান্ড, ব্রাজিল, উজবেকিস্তান ও হাঙ্গেরিতে উৎপাদন সুবিধার ক্ষেত্রে কৌশলগত বিনিয়োগ ছাড়াও বিশ্বের ৬৪টি দেশ ও অঞ্চলে বিওয়াইডির নবায়নযোগ্য জ্বালানিচালিত যাত্রীবাহী গাড়ি পৌঁছে গেছে। এ বছর বিওয়াইডি উয়েফা ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৪ এর অফিসিয়াল অংশীদার হয়েছে, যা নবায়নযোগ্য জ্বালানিচালিত গাড়িকে বিশ্বমঞ্চে নিয়ে গেছে।

সামনের দিনগুলোতে বিওয়াইডি আন্তর্জাতিক বাজারে এর পণ্য, প্রযুক্তি ও উপস্থিতি বাড়ানোর ক্ষেত্রে স্থানীয়করণ কৌশল বাড়াতে ও তা আরও সমৃদ্ধ করতে প্রতিশ্রুতিবদ্ধ; যা বৈশ্বিক অটোমোটিভ খাতকে আরও পরিবেশনির্ভর করে তোলার দিকে এগিয়ে নিয়ে যাবে।

 

একুশে সংবাদ/এস কে

Link copied!