AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

টাইটেনিয়াম সিলভার রঙে আসছে ভিভো ভি৪০ লাইট


Ekushey Sangbad
তথ্যপ্রযুক্তি ডেস্ক
০৬:০৬ পিএম, ৩০ অক্টোবর, ২০২৪
টাইটেনিয়াম সিলভার রঙে আসছে ভিভো ভি৪০ লাইট

নভেম্বরের শুরুতেই আসছে ভিভোর নতুন স্মার্টফোন ভিভো ভি৪০ লাইট। ভি সিরিজের নতুন এই স্মার্টফোনে থাকছে স্টাইলিশ ডিজাইন ও শক্তিশালী পারফরমেন্সের সমন্বয়। মিডরেঞ্জের স্মার্টফোনে মিলবে হাই ডেফিনেশন লুক, এমনটাই জানিয়েছে ভিভো। ডিভাইসটিতে থাকছে স্লিম ডিজাইন, মেটালিক হাই-গ্লস ফ্রেম ও প্রিমিয়াম রঙের কম্বিনেশন। টাইটেনিয়াম সিলভার ও এমারাল্ড গ্রিন- এই দুই ফ্যাশনেবল রঙে পাওয়া যাবে স্মার্টফোনটি। এরমধ্যে টাইটেনিয়াম সিলভার মডেলটিতে রয়েছে এক্সক্লুসিভ কালার চেঞ্জিং টেকনোলজি। আর এর ডায়মন্ড স্টারি টেক্সচার স্মার্টফোনটিকে দেবে হাইটেক ভাইভ।

আল্ট্রা স্লিম বিল্ডের স্মার্টফোনটি ওজনেও বেশ হালকা। এর ওজন হবে মাত্র ১৮৮ গ্রাম। স্মার্টফোনটির ব্যাকসাইডের ক্যামেরা লেন্স ডিজাইনে রয়েছে কুশন-কাট ডায়মন্ড ক্যামেরা শেইপ মডিউল, যা ভিভোর সিগনেচার ডিজাইনের বাইরে এক নতুন স্টাইল অফার করছে ভিভোর নতুন এই স্মার্টফোনটি। স্টাইলিংয়ের পাশাপাশি পারফরমেন্সের দিক থেকেও এগিয়ে থাকবে ভিভো ভি৪০ লাইট। ৮০ ওয়াট ফ্ল্যাশ চার্জার এবং ৫০০০ অ্যাম্পিয়ার ব্যাটারি থাকছে স্মার্টফোনটিতে। থাকছে চার বছরের ব্যাটারি হেলথের নিশ্চয়তা। এছাড়া এর ১২০ হার্জ অ্যামোলেড ডিসপ্লে স্ক্রলিং ও ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্সকে করবে আরও স্মুথ ও রিয়েলিস্টিক।

স্মার্টফোন ইমেজিংয়ের ক্ষেত্রে এআই প্রযুক্তির এখন সময়ের চাহিদা। সে বিবেচনায়, ভি সিরিজের সিগনেচার অরা লাইট পোর্ট্রেটের সাথে থাকছে এআই। ফিচারটি ভি সিরিজে দারুণ এক সংযোজন। অরা লাইট পোর্ট্রেইটের মাধ্যমে রাতের অন্ধকারেও হবে ঝকঝকে পোর্ট্রেট ফটোগ্রাফি। এছাড়া এআই ইরেজ ও এআই ফটো এনহ্যান্সমেন্ট- মতো ফিচার ছবি থেকে অবাঞ্ছিত উপাদান সহজেই মুছে ফেলবে, ছবিকে করবে আরও স্পষ্ট।

স্লিম হলেও ভিভো ভি৪০ লাইটে পাওয়া যাবে মজবুত বিল্ট কোয়ালিটি ও আইপি৬৪ ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স ও ওয়েট-হ্যান্ড টাচ টেকনোলজির মতো টেকসই ফিচার।

একুশে সংবাদ/ এস কে

Link copied!