AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাজারে এল নতুন স্মার্টফোন অনার এক্স৭সি


Ekushey Sangbad
তথ্যপ্রযুক্তি ডেস্ক
০৪:০৭ পিএম, ১৪ নভেম্বর, ২০২৪
বাজারে এল নতুন স্মার্টফোন অনার এক্স৭সি

সাশ্রয়ী দামে শক্তি শালী ব্যাটারি, দ্রুত চার্জিং সুবিধা; সাথে দৃঢ়তা ও স্থায়িত্বের নিশ্চয়তা দেশের বাজারে মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি নিয়ে এসছে শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অনার বাংলাদেশ। সর্বাধুনিক ফিচার-সমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২,৯৯৯ টাকা। 

১২ নভেম্বর থেকে ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপে ক্রয় করা যাবে। অবিশ্বাস্য স্থায়িত্ব, শক্তিশালী ব্যাটারি, সুপার-লার্জ স্টোরেজ ও আলট্রা-ক্লিয়ার ফটোগ্রাফির মতো দুর্দান্ত সব ফিচারসহ অনার এক্স৭সি  নিয়ে আসা হয়েছে। প্রি-বুক করা ক্রেতারা ডিভাইসটির সঙ্গেএকটি উইন্টার জ্যাকেট, ২ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি ও গ্রামীণফোনের বিশেষ ইন্টারনেট অফার উপভোগ করার সুযোগ পাবেন। 

এছাড়া, সৌভাগ্যবান বিজয়ীরা সারপ্রাইজ গিফট হিসেবে অনার এক্স৭সি বিনামূল্যে জিতে নেওয়ার সুযোগ পাবেন।  পাশাপাশি দারাজের ১১.১১ ক্যাম্পাইনেও অংশ নিচ্ছে অনার। ক্রেতারা দারাজ ১১.১১ ক্যাম্পেইন চলাকালীন অনার এক্স৭সি ক্রয়ে ১,০০০ টাকার ডিসকাউন্ট, ফ্রি ডেলিভারি ও 0% ইএমআই সুবিধা উপভোগ করতে পারবেন। 

অনার এক্স৭সি স্মার্টফোনে কুশনিং আর্কিটেকচার ব্যবহার করেছে অনার; টেম্পার্ড গ্লাস স্ক্রিন প্রোটেকশনের কারণে ডিভাইসটির সামগ্রিক ইমপ্যাক্ট রেজিসট্যান্স উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। ডিভাইসটি ড্রপ রেজিসট্যান্সরেটিংয়ে অনবদ্য ৫-স্টার অর্জন করে স্মার্টফোনের দৃঢ়তার ক্ষেত্রে নতুন মানদণ্ড স্থাপন করেছে।

মানসম্মত নির্মাণের স্বীকৃতি হিসেবে ড্রপ অ্যান্ড ক্রাশ রেজিসট্যান্সের জন্য মর্যাদাপূর্ণ এসজিএস প্রিমিয়াম পারফরম্যান্স সার্টিফিকেশন অর্জন করে ডিভাইসটি। শক্তিশালী এই ফোন ডিজাইনের জন্য আইপি ৬৪ রেটিংও অর্জন করেছে; ফলে, এটি ধুলোবালি ও পানি থেকেও সুরক্ষিতথাকবে। 

অনার এক্স৭সি ডিভাইসটিতে ৬,০০০ মিলি অ্যাম্পিয়ার সুপার ডিউরেবল ব্যাটারি ব্যবহার করা হয়েছে। উচ্চমান-সম্পন্ন এই ব্যাটারির কারণে এখন ২৮.৫ ঘণ্টা পর্যন্ত অনলাইন স্ট্রিমিং ও ২১.৫ ঘণ্টা পর্যন্ত ইউটিউবে ভিডিও গান শোনা যাবে

আলট্রাপাওয়ার-সেভিংস মোডের কারণে ফোনে মাত্র ২ শতাংশ চার্জ থাকলেও ৫৫ মিনিট টানা কথা বলা যাবে। হ্যান্ডসেটটির ৩৫ ওয়াট অনার সুপারচার্জ প্রযুক্তি কারণে ব্যাটারি দ্রুত চার্জ হবে। 

অনার এক্স৭সি’তে ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সুবিধা রয়েছে। র্যা মটার্বোটেকনোলজি ব্যবহার করায় মাল্টিটাস্কিং ও অ্যাপ সুইচের মতো কাজ করার ক্ষেত্রে ১৬ জিবির (৮ জিবি ফিজিক্যাল ও ৮ জিবি ভার্চুয়াল) মতো অভিজ্ঞতা পাবেন ব্যবহারকারী। 

ডিভাইসটিতে১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা সিস্টেম ব্যবহার করা হয়েছে, যা বিস্তৃত পরিসরে অনন্য মান নিশ্চিত করে। এতে ৬.৭৭ ইঞ্চির এইচডি+ ১২০ হার্জের ডিসপ্লে, ৮ জিবি র্যাম ও স্ন্যাপড্রাগন ৬৮৫ চিপ সেট ব্যবহার করা হয়েছে। 

দেখার অভিজ্ঞতা সমৃদ্ধ করতে ডিভাইসটির স্ক্রিন-টু-বডি রেশিও রাখা হয়েছে ৯০.৭৬ শতাংশ। নিখুঁত ও প্রাণ বন্ত ভিজ্যুয়াল নিশ্চিতে এই ফোনের ডিসপ্লে ১৬.৭ মিলিয়ন রঙ এবং ১৬১০X৭২০ রেজ্যুলুশন পর্যন্ত সমর্থন করে।

অনেকক্ষণ ফোন ব্যবহারের ক্ষেত্রে চোখকে সুরক্ষিত রাখতে এবং ব্যবহারকারীদের স্বাচ্ছন্দ্যের কথা বিবেচনায় নিয়ে এতে টি ইউ ভি রাইনল্যান্ডলোব্লুলাইট সার্টিফিকেশন নিশ্চিত করা হয়েছে। মিডনাইট ব্ল্যাক, ফরেস্ট গ্রিন ও মুনলাইট হোয়াইট – এই তিনটি রঙে পাওয়া যাচ্ছে অনার এক্স৭সি।

 

একুশে সংবাদ/ এস কে

 

Link copied!