আইফোন ১৫-এর সবকটি রঙেই (গোলাপি, হলুদ, সবুক, নীল ও কালো) পাওয়া যাচ্ছে এই অফারটি। উপরন্তু এক্সচেঞ্জ অফারে আইফোন ১৫ কিনলে আরও বড় মূল্যছাড় পাওয়ার সুযোগ রয়েছে। তবে এই অফারটি কত দিন কার্যকর থাকবে বা কবে নাগাদ শেষ হবে, এই বিষয়ে ফ্লিপকার্টের পক্ষ থেকে কিছু জানা যায়নি।
উচ্চ সক্ষমতার এ১৬ বায়োনিক প্রসেসরের কল্যাণে আইফোন ১৫ উচ্চ গতির শক্তিশালী পারফর্মেন্সের নিশ্চয়তা দিচ্ছে। এছাড়া এতে রয়েছে ইউনিভার্সাল টাইপ-সি চার্জিং পোর্ট।
গত বছর বাজারে আসা আইফোন ১৫-এ রয়েছে বেশ কিছু আকর্ষণীয় ফিচার। ৬.১-ইঞ্চি ডিসপ্লের পাশাপাশি এতে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের মূল ক্যামেরা, যেটা দিয়ে বিভিন্ন লাইটিং কন্ডিশনে দারুন সব ছবি তোলা সম্ভব। এর ব্যাটারি ব্যাক-আপও বেশ প্রশংসনীয়, গড়ে ৯ ঘন্টা ব্যাকআপ পাবেন ব্যবহারকারীরা।
‘অ্যাপল ইন্টেলিজেন্স’ প্ল্যাটফর্মের এআই ফিচারগুলো অবশ্য আইফোন ১৫ এর বেজ মডেলটিতে অ্যাক্সেস করা যাবে না। এর জন্য আইফোন ১৬ সিরিজ এবং আইফোন ১৫ সিরিজের প্রো ও প্রো ম্যাক্স মডেল থাকতে হবে। এআই ফিচার অ্যাক্সেস করা না গেলেও এই দামে আইফোন ১৫ কেনার সুযোগ কম লোভনীয় নয়।
একুশে সংবাদ//ই.পে//র.ন
আপনার মতামত লিখুন :