চাইলে টাইপ করার হার এবং গতি দুটোই আজ বাড়িয়ে দিতে পারেন। কারণ, আজ ৮ জানুয়ারি বিশ্ব টাইপিং দিবস। বর্তমানে স্মার্টফোন আমাদের টাইপিংয়ের কাজকে অনেক সহজ করে দিয়েছে। তবে বয়োজ্যেষ্ঠদের অনেকে হয়তো স্মরণ করবেন খুটখাট শব্দের টাইপরাইটারকে। দ্বিতীয় শিল্প বিপ্লবের অংশ এই টাইপরাইটারের আবিষ্কার ১৮৬০ সালের দিকে। সারা বিশ্বে মানুষের যোগাযোগের উপায়কে অনেকটাই বদলে দিয়েছিল এই যন্ত্র।
তবে কম্পিউটার এবং মোবাইল ফোনের আগমনে বর্তমানে বিলুপ্তির পথে পৌঁছেছে জনপ্রিয় টাইপরাইটার।
আজকের দিনটি অনেক গুরুত্ব ও তাৎপর্য বহন করে। নতুন বছরের দ্বিতীয় সপ্তাহের প্রথম দিনে পড়েছে এই দিন। নতুন বছরের শুরুটা কেমন গেল, যেভাবে পরিকল্পনা করেছেন সাতদিনে তার কতটা বাস্তবে ফুটিয়ে তুলতে পারলেন, সেসব আজ টাইপ করে লিখে রাখতে পারেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস টাইপ করার মাধ্যমে তা অন্যদের সঙ্গে শেয়ারও (ভাগাভাগি) করতে পারেন।
একুশে সংবাদ//ই.পে//র.ন
আপনার মতামত লিখুন :