AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জেনারেটিভ এআই বাড়াচ্ছে সাইবার ঝুঁকি: সফোস


Ekushey Sangbad
তথ্যপ্রযুক্তি ডেস্ক
০৩:৪৪ পিএম, ২০ ফেব্রুয়ারি, ২০২৫
জেনারেটিভ এআই বাড়াচ্ছে সাইবার ঝুঁকি: সফোস

বিশ্বের ৬৫% প্রতিষ্ঠান জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (জেনএআই) ব্যবহার করে। এর মধ্যে ৮৯% আইটি বিশেষজ্ঞ মনে করেন, জেনএআই সাইবার সিকিউরিটি টুলসের ত্রুটিগুলো তাদের প্রতিষ্ঠানের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। তাদের এই শঙ্কার প্রমাণও পেয়েছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সফোস।

সফোস এক্স-অপসের সাম্প্রতিক গবেষণা "সাইবার ক্রিমিনালস স্টিল নট ফুললি অন বোর্ড দ্য এআই ট্রেন" অনুযায়ী, সাইবার অপরাধীরা এআই এর ব্যবহার মাত্র শুরু করলেও ইতিমধ্যে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গেছে।  সাইবার আক্রমণ মোকাবিলায় প্রতিষ্ঠানটির প্রকাশ করেছে নতুন একটি প্রতিবেদন। "বিয়ন্ড দ্য হাইপঃ দ্য বিজনেস রিয়েলিটি অফ এআই ফর সাইবার সিকিউরিটি"  শীর্ষক  এই প্রতিবেদনে ৪০০ জন আইটি বিশেষজ্ঞের উপর জরিপ চালানো হয়। সেখান থেকেই প্রকাশ পায়, ৮৯ শতাংশ আইটি বিশষজ্ঞের জেএনআই ঝুঁকির শঙ্কার কথা।  

বেশ কয়েকটি আন্ডারগ্রাউন্ড ফোরামে অনুসন্ধান করে সফোস এক্স-অপস দেখেছে, কিছু অপরাধী জেনএআই ব্যবহার করে ইমেল তৈরি এবং ডেটা বিশ্লেষণ করতে শুরু করেছে। আবার অনেকে এটিকে স্প্যাম এবং সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ব্যবহার করছে। জরিপকৃত ৯৮% প্রতিষ্ঠানের সাইবার নিরাপত্তা অবকাঠামোতে কোনো না কোনো ধরনের এআই অন্তর্ভুক্ত থাকলেও, আইটি বিশেষজ্ঞরা এআই-এর উপর অতিরিক্ত নির্ভরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

এছাড়া,  ৮৭% বলেছেন যে, সাইবার সিকিউরিটির এই ক্ষেত্রে জবাবদিহিতার অভাব থাকতে পারে। প্রতিষ্ঠানে  জেনএআই ব্যবহার বড় প্রতিষ্ঠানগুলো (যাদের ১,০০০-এর বেশি কর্মী) উন্নত সুরক্ষার জন্য জেনএআই এর ব্যবহারকে অগ্রাধিকার দিচ্ছে। অন্যদিকে ৫০-৯৯ কর্মী রয়েছে এমন প্রতিষ্ঠানগুলো জেনএআই টুলস থেকে সবচেয়ে বড় সুবিধা হিসেবে কর্মচারীদের কাজের চাপ কমানোকে গুরুত্ব দিচ্ছে। তবে, সকল ধরনের প্রতিষ্ঠানেরই ৮৪% বিশেষজ্ঞ বলেছেন যে এআই-এর ক্ষমতা সম্পর্কে অবাস্তব প্রত্যাশার কারণে সাইবার নিরাপত্তার পেশাদারদের সংখ্যা কমানোর সম্ভাবনা নিয়ে তারা চিন্তিত।

"বিয়ন্ড দ্য হাইপ” এর প্রতিবেদনের অন্যান্য দিক: জেনএআই-এর খরচ নির্ধারণ করা কঠিন: ৭৫% আইটি বিশেষজ্ঞ মনে করেন যে সাইবার সিকিউরিটির প্রোডাক্টগুলোতে জেনএআই-এর খরচ নির্ধারণ করা কঠিন। জেনএআই থেকে সাশ্রয়: ৮০% আইটি বিশেষজ্ঞ মনে করেন, জেনএআই সাইবার সিকিউরিটির প্রোডাক্টগুলোর খরচ বাড়াবে। আবার, বেশিরভাগ প্রতিষ্ঠান মনে করে যে জেনএআই সামগ্রিক সাইবার সিকিউরিটির খরচ কমাতে সাহায্য করবে। অন্যদিকে,  ৮৭% মানুষ বলছেন,  জেনএআই-এর সাশ্রয় খরচকে ছাড়িয়ে যাবে।

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!