AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কেনা-বেচা সহজ করতে বিক্রয় নিয়ে আসছে কৃত্তিম বুদ্ধিমত্তা প্রযুক্তি


Ekushey Sangbad
তথ্যপ্রযুক্তি ডেস্ক
১২:১৮ পিএম, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫
কেনা-বেচা সহজ করতে বিক্রয় নিয়ে আসছে কৃত্তিম বুদ্ধিমত্তা প্রযুক্তি

বাংলাদেশের বৃহত্তম ও সবচেয়ে বিশ্বস্ত মার্কেটপ্লেস বিক্রয়, এ বছরের মধ্যে তাদের প্ল্যাটফর্মে যুগান্তকারী এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) প্রযুক্তি যুক্ত করতে যাচ্ছে। নতুন এই সংযোজনের সাহায্যে ব্যবহারকারীরা আরও সহজে এবং নিরাপদে কেনা-বেচা করতে পারবেন। কোনো পণ্য বা সেবার বিবরণ লিখার সময় ব্যবহারকারীরা এআই প্রযুক্তির সাহায্য নিতে পারবেন। 

পণ্যের স্পেসিফিকেশন ও অন্যান্য তথ্য অটোমেটিক্যালি তৈরি করতে পারবে এই প্রযুক্তি। এছাড়াও, প্ল্যাটফর্মে প্রকাশিত প্রতিটি বিজ্ঞাপন এআই অ্যাসিসট্যান্ট দ্বারা স্বয়ংক্রিয়ভাবে পর্যালোচনা করা হবে। যার ফলে সম্ভাব্য প্রতারক এবং অবৈধ পণ্যের বিজ্ঞাপনদাতাদের দ্রুত চিহ্নিত করে তাদের অনেকাংশেই প্রতিরোধ করা সম্ভব হবে।

এই উদ্যোগ সম্পর্কে বিক্রয়-এর হেড অব মার্কেটিং মো. আরিফিন হোসাইন বলেন, “বিক্রয় সবসময় ব্যবহারকারীদের নিরাপদ ও সুবিধাজনক কেনা-বেচার অভিজ্ঞতা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের প্ল্যাটফর্মকে আরও সুরক্ষিত এবং ব্যবহারকারী-বান্ধব করার বদ্ধপরিকর চিন্তা থেকেই এআই প্রযুক্তি যুক্ত করার এই সিদ্ধান্ত। নতুন এআই ফিচারগুলোর সুবিধা নিয়ে ব্যবহারকারীরা খুব কম সময়ে এবং স্বাচ্ছন্দ্যে ক্রয়-বিক্রয় করতে সক্ষম হবেন। এটা একদিকে যেমন বিক্রেতাদের জন্য বিজ্ঞাপন পোস্ট করার কাজকে আরও সহজ করে তুলবে, তেমনি ক্রেতাদের জন্য পণ্যের সঠিক বিবরণ দেখে বুঝেশুনে কিনতে সহায়তা করবে। এতে প্রতারণার ঝুঁকি বহুগুণে কমে যাবে এবং নিরাপদ বেচা-কেনার পরিবেশ তৈরি হবে।”

বিক্রয় বিশ্বাস করে, এআই প্রযুক্তির এই সংযোজন অনলাইন ট্রেডিং-এ সম্ভাবনার নতুন দ্বার খুলে দিবে এবং বাংলাদেশের ক্লাসিফাইড সেক্টরে নতুন মাত্রা যোগ করবে। এআই সংযুক্তির মাধ্যমে বিক্রয় নিঃসন্দেহে আরও কার্যকর ও সহজবোধ্য প্ল্যাটফর্ম হয়ে উঠবে, যা ক্রেতা-বিক্রেতাদের জন্য একটি নিরবচ্ছিন্ন এবং নির্ভরযোগ্য পরিবেশ তৈরি করবে।

একুশে সংবাদ/ এস কে

Link copied!