সয়ুজ-২.১ নামের মধ্যম-শ্রেণীর (মিডল-ক্লাস) রকেটটি উৎক্ষেপণ করা হয় রাশিয়ার উত্তরাঞ্চলের আরখাংগেলস্কে অবস্থিত প্লেসেটস্ক কসমোড্রোম (স্পেসপোর্ট) থেকে। প্লেসেটস্ক কসমোড্রোম থেকে সাধারণত সামরিক খাতের মহাকাশযান যেমন মিলিটারি স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ‘অ্যারোস্পেস ফোর্সেস রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের হয়ে সয়ুজ-২.১বি মাঝারি-শ্রেণীর রকেটটি একটি মহাকাশযানসহ সফলভাবে উৎক্ষেপণ করেছে।’
উল্লেখ্য, রাশিয়ার রসকসমস মহাকাশ সংস্থা বৈজ্ঞানিক ও অনুসন্ধানমূলক কাজে সয়ুজ রকেটকে মহাকাশে পাঠিয়ে থাকে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সরঞ্জাম ও নভোচারী বহনের কাজে ব্যবহৃত হয় সয়ুজ রকেট। ইউরোপিয়ান স্পেস এজেন্সির দেওয়া তথ্যমতে, এখন পর্যন্ত প্রায় ১৭০০ সয়ুজ মহাকাশযান উৎক্ষেপণ করেছে রাশিয়া।
তথ্যসূত্র: রয়টার্স
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :