গ্রিসে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ৩৮ জন নিহত হওয়ার পর এজন্য ‘মানুষের ভুলকে’ দায়ী করেছেন দেশটির প্রধানমন্ত্রী কাইরিয়াকোস মিতাসোতাকিস। আর এ ঘটনার পর দায় কাঁধে নিয়ে পদত্যাগ করেছেন গ্রিসের পরিবহনমন্ত্রী।
মঙ্গলবার মধ্যাঞ্চলীয় শহর লারিসার বাইরে এই দুর্ঘটনা ঘটে। রাজধানী এথেন্স থেকে যাত্রীবাহী একটি ট্রেন থেসালোনিকিতে যাওয়ার সময় একটি কার্গো ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় কিছু যাত্রীর মালামালও বিস্ফোরিত হয়। বুধবার (১ মার্চ) এক টেলিভিশন ভাষণে মিতাসোতাকিস বলেন, সবকিছু দেখে মনে হয়েছে এটা মানুষের ভুলের কারণে হয়েছে।
গ্রিসের রেলের পরিচালনা প্রতিষ্ঠান হেলেনিক ট্রেন জানিয়েছে, ওই ট্রেনটিতে প্রায় ৩৫০ জন যাত্রী ছিলেন। ট্রেনটি এথেন্স থেকে স্থানীয় সময় রাত ৭টা ২২ মিনিটে যাত্রা শুরু করে।
এদিকে ঘটনাস্থল পরিদর্শনের পর পদত্যাগের ঘোষণা দেন পরিবহনমন্ত্রী কোসতাস কারামালিস। তিনি বলেন, আমার কাছে মনে হয়েছে পদত্যাগ করা আমার ‘দায়িত্ব’। এই কষ্ট অবর্ণনীয়। যখন কোনো বিয়োগান্তক কিছু ঘটে, তখন কিছু হয়নি, এমনভাবে দায়িত্ব চালিয়ে যাওয়াটা কঠিন।
একুশে সংবাদ/চ ২৪/সম
আপনার মতামত লিখুন :