পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির চেয়ারম্যান ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তার গ্রেফতার এড়াতে বাসভবনের দেয়াল টপকে প্রতিবেশীর বাড়িতে লুকিয়ে ছিলেন বলে মন্তব্য করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ।
সম্প্রতি ইসলামাবাদ পুলিশ লাহোরে ইমরানের বাড়িতে গিয়ে তাকে না পাওয়ার পর গত সোমবার সানাউল্লাহ এমন কথা বলেন।
তিনি বলেন, যে পুলিশ ইমরান খানকে গ্রেফতার করতে গিয়েছিল, তাদের অনেক নাটকীয়তার মুখোমুখি হতে হয়েছে। গুঞ্জন উঠেছে, তিনি লাফিয়ে তার প্রতিবেশীর বাড়িতে চলে গিয়েছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী মনে করেন, পুলিশ যদি ইমরান খানকে গ্রেফতারও করতে চাইত, তাহলেও তার পালিয়ে যাওয়াটা যথাযথ কৌশল হতে পারে না। ইমরান খানকে একজন নির্লজ্জ ব্যক্তি বলেও উল্লেখ করেন তিনি।
তোশাখানার মামলায় ইমরান খান আদালতে হাজির হতে বারবার ব্যর্থ হওয়ার কারণে গত ২৮ ফেব্রুয়ারি ইমরানের বিরুদ্ধে জামিন–অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। অতিরিক্ত দায়রা জজ জাফর ইকবাল পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর জন্য এ পরোয়ানা জারি করেন।
সূত্র : জিও নিউজ ও এনডিটিভি
একুশে সংবাদ.কম/আ.ট.প্র/জাহাঙ্গীর
আপনার মতামত লিখুন :