AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

টানা ৭ মাস পার্লামেন্টে না যাওয়ায় বহিষ্কার ‘ইউটিউবার এমপি’


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১২:১৩ পিএম, ১৫ মার্চ, ২০২৩
টানা ৭ মাস পার্লামেন্টে না যাওয়ায় বহিষ্কার ‘ইউটিউবার এমপি’

জাপানের সংসদ সদস্য ইওশিকাজু হিগাশিতানিকে মঙ্গলবার (১৪ মার্চ) পার্লামেন্ট থেকে বরখাস্ত করা হয়েছে। টানা সাত মাস অনুপস্থিত থাকায় তাকে বহিষ্কার করা হলো। ইওশিকাজু একজন জনপ্রিয় ইউটিউবার। গত বছরের জুলাই মাসে এমপি হয়েছিলেন তিনি।

 

সংসদ সদস্য হওয়ার পর একদিনও পার্লামেন্টের অধিবেশনে যোগ দেননি। টানা ৭ মাস অনুপস্থিত ছিলেন তিনি। ফলে তাকে বরখাস্ত করে পার্লামেন্টের ডিসিপ্লিন কমিটি। চলতি সপ্তাহের শেষ নাগাদ এ নিয়ে  আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসবে।

 

একজন এমপিকে ডিসিপ্লিনারি কমিটির দেয়া সর্বোচ্চ শাস্তি এটি। ১৯৫০ সালের পর এমন ঘটনা মাত্র দুইবার ঘটেছে। তবে টানা অনুপস্থিতির কারণে পার্লামেন্টের এমপির বরখাস্তের ঘটনা জাপানে এটিই প্রথম।

 

সাধারণত, সেলিব্রেটিদের নিয়ে গসিপ ভিডিও বানান ইওশিকাজু। দর্শকশ্রোতাদের কাছে ‘গাসিই’ নামে পরিচিত তিনি।

 

জাপানে থাকেন না ইওশিকাজু। সংযুক্ত আরব আমিরাতে বাস করেন তিনি। তবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

 

আগে ইওশিকাজু জানিয়েছিলেন, জাপানে গেলে তাকে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করা হতে পারে। এছাড়া সেলিব্রেটিরা তার বিরুদ্ধে মানহানির মামলা করতে পারেন।

 

গত সপ্তাহে ইওশিকাজুকে টোকিওতে সশরীরে পার্লামেন্টে উপস্থিত হওয়ার নির্দেশ দেয়া হয়। সেখানে অনুপস্থিতির জন্য ক্ষমা চাওয়ার কথা বলা হয়।

 

তবে সেই আদেশ মানেননি ইওশিকাজু। উল্টো নিজের ইউটিউব চ্যানেলে তুরস্ক যাওয়ার ঘোষণা দেন। দেশটিতে ভূমিকম্প দুর্গতদের ত্রাণ সহায়তায় বেতন দান করবেন বলে জানান তিনি।

 

একুশে সংবাদ.কম/স.ট.প্র/জাহাঙ্গীর

Link copied!