AB Bank
ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাংলাদেশের সঙ্গে কাজ করার বিষয়ে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:৫৮ এএম, ২৬ মার্চ, ২০২৩
বাংলাদেশের সঙ্গে কাজ করার বিষয়ে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বাংলাদেশের জনগণকে উষ্ণ অভিনন্দন জানিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন (সেক্রেটারি অব স্টেট) বলেছেন, ‘সবার জন্য উন্মুক্ত, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সমর্থনে আমরা আপনাদের সঙ্গে কাজ করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। গণতান্ত্রিক রীতিনীতি, সুশাসন, মানবাধিকার এবং গণমাধ্যমের স্বাধীনতা—যা সবই উন্নয়নশীল, স্থিতিশীল ও সমৃদ্ধ সমাজের বৈশিষ্ট্য। আমি বিশ্বাস করি, বাংলাদেশ তার বিশাল সম্ভাবনা অর্জন করবে।’

 

রোববার (২৬ মার্চ) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এক বিবৃতিতে এসব উল্লেখ করেন। 

 

যুক্তরাষ্ট্রের ডিপাটমেন্ট অব স্টেটের ওয়েবসাইটে প্রকাশ করা বিবৃতিতে বলা হয়, আপনারা যখন স্বাধীনতার ৫৩ বছর উদযাপন করছেন, তখন বাংলাদেশের গর্ব করার অনেক কারণ রয়েছে। দ্রুত বর্ধনশীল অর্থনীতি, ক্রমবর্ধমান সুশিক্ষিত কর্মশক্তি এবং একটি গতিশীল যুব জনসংখ্যার সঙ্গে বাংলাদেশ দ্রুত একটি আঞ্চলিক নেতা হয়ে উঠছে।

 

ব্লিনকেন বলেন, ‘বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বের জন্য এবং গত পাঁচ দশকে দুই দেশের যে অর্জন, তার জন্য যুক্তরাষ্ট্র গর্বিত। আমরা করোনা মহামারির বিরুদ্ধে লড়াই, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চলের প্রচারে একসঙ্গে বাস্তব পদক্ষেপ নিয়েছি।’

 

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গণহত্যা থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের উদারভাবে স্বাগত জানিয়ে আপনারা শরণার্থীদের প্রতি মানবিক প্রতিশ্রুতি প্রদর্শন করেছেন। জলবায়ু সংকটে অভিযোজন কৌশল তৈরি করা, পরিবেশ রক্ষা এবং জলবায়ু স্থিতিস্থাপকতা জোরদার করার ক্ষেত্রে নেতৃত্ব দেখিয়েছেন।’

 

সামনের বছরগুলোতে বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব আরও গভীর করার জন্য যুক্তরাষ্ট্র উন্মুখ বলেও বার্তা দেন সেক্রেটারি অফ স্টেট।

 

একুশে সংবাদ/ঢ/এসএপি

টাইমলাইন

  1. ০৯:১২ পিএম, ১০ এপ্রিল, ২০২৩ যুক্তরাষ্ট্রে ব্যাংকে গুলি, নিহত ৫
  2. ০৪:৩২ পিএম, ১ এপ্রিল, ২০২৩ ডিজিটাল নিরাপত্তা আইনের ব্যবহারে যুক্তরাষ্ট্রের উদ্বেগ
  3. ০৪:০৭ পিএম, ১ এপ্রিল, ২০২৩ বাংলাদেশ আজ বিশ্বের কাছে মডেল: মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী
  4. ০২:০০ পিএম, ১ এপ্রিল, ২০২৩ যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা জারি, নিহত ৪
  5. ০৩:১২ পিএম, ৩১ মার্চ, ২০২৩ যুক্তরাষ্ট্রের দিকে ঝুঁকছে বাংলাদেশ: ফরেন পলিসি
  6. ১২:৩১ পিএম, ৩১ মার্চ, ২০২৩ কেন মার্কিন নাগরিকদের দ্রুত রাশিয়া ছাড়ার আহ্বান?
  7. ১১:৫০ এএম, ৩১ মার্চ, ২০২৩ মুখ বন্ধ রাখেতে পর্ণ তারকাকে টাকা দিয়ে অভিযুক্ত ট্রাম্প
  8. ১১:৫৮ এএম, ২৬ মার্চ, ২০২৩ বাংলাদেশের সঙ্গে কাজ করার বিষয়ে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ
  9. ১২:৩৯ পিএম, ২৫ মার্চ, ২০২৩ যুক্তরাষ্ট্রে শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহারে নিয়ন্ত্রণ
  10. ০৫:১১ পিএম, ২৩ মার্চ, ২০২৩ যুক্তরাষ্ট্র থেকে এলএনজি কিনছে সরকার
Link copied!