AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৬ এপ্রিল, ২০২৫, ২৩ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পানির নিচ দিয়ে হামলা চলতে সক্ষম পারমাণবিক ড্রোন বানাল উত্তর কোরিয়া


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১২:৫০ পিএম, ৮ এপ্রিল, ২০২৩
পানির নিচ দিয়ে হামলা চলতে সক্ষম পারমাণবিক ড্রোন বানাল উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া আবারও পারমাণবিক শক্তিচালিত ড্রোন সাবমেরিনের পরীক্ষা চালিয়েছে। মনুষ্যবিহীন এ সাবমেরিনটি বিভিন্ন ধরনের যুদ্ধাস্ত্র বহনে সক্ষম। তাছাড়া এটি পানির নিচে এক হাজার কিলোমিটার দূরত্ব পর্যন্ত স্বয়ংক্রিয় সিস্টেমে হামলা চালাতে সক্ষম।

 

উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স শনিবার (৮ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

 

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার মধ্যেই উত্তর কোরিয়া এ ড্রোন সাবমেরিনের পরীক্ষা চালাল। নতুন এ সাবমেরিনটির নাম দেওয়া হয়েছে হাইল-২। এর আগে, দেশটি হাইল-১ নামে আরও একটি ড্রোন সাবমেরিনের পরীক্ষা চালিয়েছে। কোরিয়ান ভাষায় হায়েল অর্থ সুনামি। 

 

সরকারি কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, ‘উত্তর কোরিয়ার জাতীয় প্রতিরক্ষা বিজ্ঞান গবেষণা ইনস্টিটিউট ৪ থেকে ৭ এপ্রিল পর্যন্ত পানির নিচ দিয়ে পরমাণু হামলা চালাতে সক্ষম এমন কৌশলগত অস্ত্রের পরীক্ষা চালিয়েছে। পারমাণবিক শক্তিচালিত ড্রোন সাবমেরিন ‘হাইল-২’ পানির নিচে এক হাজার কিলোমিটার দূরত্ব পর্যন্ত স্বয়ংক্রিয় সিস্টেমে হামলা চালাতে সক্ষম।

 

এর আগে গত ২৩ মার্চ উত্তর কোরিয়া পানির নিচ দিয়ে চলতে সক্ষম পরমাণু শক্তিচালিত সাবমেরিন ড্রোনের পরীক্ষা চালায়। পরীক্ষার সময় উত্তর কোরিয়ার সাবমেরিন ড্রোনটি পানির ৮০ থেকে ১৫০ মিটার গভীর দিয়ে প্রায় ৫৯ ঘণ্টা মহড়া চালায়।

 

একুশে সংবাদ.কম/ঢ.প.প্র/জাহাঙ্গীর

Link copied!