জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ব্যবসায়ীকে মারধরের ঘটনায় প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা।
শনিবার (১৪ এপ্রিল) সকালে উপজেলার জগন্নাথগঞ্জ পুরাতন ঘাট ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির উদ্যোগে এই বিক্ষোভ প্রদর্শন করেন।
জানা গেছে, উপজেলার আওনা ইউনিয়নের জগন্নাথগঞ্জ পুরাতন ঘাট বাজারের ময়ান উদ্দিনের মনোহারী দোকানে দীর্ঘদিন ধরে চাদা দাবী করে আসছে দৌলতপুর গ্রামের জহির উদ্দিনের ছেলে মারুফ হোসেন। চাদা দিতে অস্বীকার করায় গত মঙ্গলবার বিকেলে মারুফসহ আরও ৪-৫ জন চাদাবাজ দোকানে প্রবেশ করে ব্যবসায়ীকে মারপিট করে। এ ঘটনায় শনিবার সকালে জগন্নাথগঞ্জ পুরাতন ঘাট ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির আয়োজনে সমিতির কার্যালয় থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে পুরাতন ঘাট এলাকায় তারাকান্দি-ভূয়াপুর প্রধান সড়কে চাঁদাবাজদের বিরুদ্ধে মিছিল করে সমিতির ৫ শতাধিক ব্যবসায়ীরা। মিছিল শেষে অগ্রণী ব্যাংকের সামনে এক প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন সমিতির সভাপতি মোজাম্মেল হক মুকুল, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রাঙ্গা, ভুক্তভোগী ব্যবসায়ী ময়ান উদ্দিন ও সমিতির উপদেষ্টা সাঈদ হুসাইন প্রমূখ।
বক্তারা বলেন ব্যবসায়ী ময়েন উদ্দিনকে মারধরের ঘটনায় চাদাবাজ মারুফকে দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান। সাত দিনের মধ্যে মারুফকে গ্রেপ্তার করা না হলে বড় ধরনের আন্দোলনের ডাক দেওয়া হবে।
একুশে সংবাদ/এসএপি
আপনার মতামত লিখুন :