খার্তুমসহ সুদান জুড়ে চলছে সামরিক ও আধাসামরিক বাহিনীর মধ্যে ক্ষমতা দখলের লড়াই। এমন পরিস্থিতিতে সুদান থেকে দূতাবাসকর্মী ও নাগরিকদের সরিয়ে নিচ্ছে অনেকগুলো দেশ।
সৌদি আরব তাদের নাগরিকদের পাশাপাশি ভারত, পাকিস্তান, বাংলাদেশের কিছু মানুষকেও সুদানের বাইরে নিয়ে এসেছে।
সৌদি মোট ১৫৭ জনকে খার্তুম থেকে সরিয়ে এনেছে।
এর মধ্যে ৯১ জন সৌদি নাগরিক। বাকি ৬৬ জন ভারতীয়, বাংলাদেশি, পাকিস্তানি ও অন্য দেশের নাগরিক।
এর আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ভারতীয়দের সুদান থেকে নিয়ে আসার জন্য সৌদি আরবের সাহায্য চেয়েছিলেন।
গত কয়েকদিন ধরে চলা দুই বাহিনীর সংঘাতে কয়েক দফায় অস্ত্রবিরতির ঘোষণা এলেও কোনো পক্ষ তা মানেনি। এমনকি গেল শুক্রবার ঈদ উপলক্ষে শুরু হওয়া তিনদিনের অস্ত্রবিরতিও মানা হয়নি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, চার শতাধিক লোকের প্রাণহানি হয়েছে। কয়েক হাজার আহত হয়েছেন। তবে প্রাণহানির সংখ্যা আরও বেশি বলে ধারণা করা হচ্ছে।
জাতিসংঘ বলছে, ২০ হাজারের বেশি লোক, যাদের বেশির ভাগই নারী ও শিশু সুদান থেকে শাদে আশ্রয় খুঁজছে।
সূত্র- ডয়েচে ভেলে
একুশে সংবাদ.কম/এসএপি
আপনার মতামত লিখুন :