AB Bank
ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সন্ত্রাসী গোষ্ঠীর ১৩ সদস্যকে পিটিয়ে-পুড়িয়ে মারলো জনতা


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৬:১৫ পিএম, ২৫ এপ্রিল, ২০২৩
সন্ত্রাসী গোষ্ঠীর ১৩ সদস্যকে পিটিয়ে-পুড়িয়ে মারলো জনতা

হাইতিতে সংঘবদ্ধ একটি সন্ত্রাসী গোষ্ঠী তথা গ্যাংয়ের অন্তত ১৩ সদস্যকে পিটিয়ে ও পুড়িয়ে মেরে ফেলেছে উত্তেজিত জনতা।

 

সোমবার (২৪ এপ্রিল) রাজধানী পোর্ট-অ-প্রিন্সে সন্দেহভাজন গ্যাংয়ের সদস্যদের পেট্রল-ভেজা টায়ার দিয়ে মারধর করা হয়। এরপর তাদের শরীরে আগুন ধরিয়ে দেওয়া হয়।

 

পুলিশ বলছে, এই ঘটনার আগ মুহূর্তে গ্যাংয়ের সদস্যদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়। জনসাধারণ কীভাবে সন্দেহভাজনদের ধরে ফেলেছিল সেই ব্যাখ্যা দেয়নি পুলিশ।

 

২০২১ সালের জুলাইয়ে হাইতির প্রেসিডেন্ট জোভেনেল ময়েস হত্যাকাণ্ডের পর থেকে দেশটিতে ক্রমবর্ধমান হারে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। সোমবার জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, হাইতির রাজধানীতে চলমান নিরাপত্তাহীনতা যুদ্ধরত দেশগুলোর মতো পর্যায়ে পৌঁছে গেছে।

 

দেশটির বিভিন্ন সশস্ত্র গ্যাংয়ের সদস্যরা আঞ্চলিক নিয়ন্ত্রণ বৃদ্ধি করার জন্য নিজেদের মধ্যে ব্যাপক প্রতিযোগিতা চালিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে ক্যারিবীয় এই দেশটিতে পুলিশ ও প্রতিদ্বন্দ্বী গ্যাংয়ের মাঝে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটছে। এতে দেশটিতে অনেক বেসামরিক নাগরিকের প্রাণহানিও ঘটছে।

 

জাতিসংঘের মতে, হাইতিতে কেবল গত ১৪ থেকে ১৯ এপ্রিলের মাঝে বিভিন্ন গ্যাংয়ের সহিংসতায় ১৮ জন নারী ও দুই শিশুসহ প্রায় ৭০ জন নিহত হয়েছেন। সংঘাতের কারণে দেশটিতে অনেক স্কুল এবং স্বাস্থ্য কেন্দ্র বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। -বিবিসি।

 

একুশে সংবাদ/ঢ/এসএপি

Link copied!