পাকিস্তানের দক্ষিণাঞ্চলে যাত্রীবাহী একটি ট্রেনে অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন অন্তত ৭ আরোহী। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ভোররাতের ওই দুর্ঘটনায় আরো অনেকে দগ্ধ হয়েছেন।
দেশটির রেল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, নিহতদের মধ্যে চারজন শিশু রয়েছে। সবার ডিএনএ পরীক্ষার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
স্থানীয় গণমাধ্যমে জানানো হয়, করাচি থেকে লাহোরের দিকে যাচ্ছিল ট্রেনটি। পথে রাত সাড়ে ১২টা নাগাদ খায়েরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কন্ট্রোল স্টেশনে সহযোগিতার আশায় জরুরি বার্তা পৌঁছায়। জানানো হয়, শীতাতপ নিয়ন্ত্রিত বিজনেস কোচ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তখন দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় ফায়ার ব্রিগেডকর্মীরা। প্রায় ৪০ মিনিটের চেষ্টায় নেভানো যায় আগুন। দগ্ধ অবস্থায় উদ্ধার হন ক্ষতিগ্রস্ত তিনটি বগির যাত্রীরা।
উল্লেখ্য, ২০১৯ সালের অক্টোবরে পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ৭৩ জন।
একুশে সংবাদ/স/এসএপি
আপনার মতামত লিখুন :