AB Bank
ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সুদানে উদ্ধারকারী তুরস্কের বিমানে গোলাবর্ষণ


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৬:৪৫ পিএম, ২৮ এপ্রিল, ২০২৩
সুদানে উদ্ধারকারী তুরস্কের বিমানে গোলাবর্ষণ

সুদান থাকা নিজেদের বেসামরিক ও কূটনীতিকদের সরিয়ে নিতে আসা তুরুস্কের একটি বিমানের ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির

 

শুক্রবার রাজধানী খার্তুমের বাইরে ওয়াদি বিমানবন্দরে হামলার শিকার হয় বিমানটি। এর পেছনে বেসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সকে (আরএসএফ) দায়ী করেছে সুদানের সেনাবাহিনী।

 

তবে সি-১৪০ মডেলের বিমানটি বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

 

হামলায় এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে তুরস্কের বিমানে নিজেরা হামলা চালায়নি বলে  দাবি করেছে আরএসএফ। এ ঘটনায় সেনাবাহিনী মিথ্যাচার করছে বলেও অভিযোগ সশস্ত্র বাহিনীটির।

 

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আমাদের সি-১৩০ মডেলের বিমানে হালকা অস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। তবে আমাদের বিমান নিরাপদে অবতরণ করেছে। কেউ আহত হননি।

 

১৪ দিন আগে শুরু হওয়া সংঘাতে সুদানে এরইমধ্যে কয়েকশ মানুষ প্রাণ হারিয়েছেন। হাজার হাজার মানুষ বাড়ি ঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।

 

রাজধানী খার্তুম এবং এর আশেপাশের নগরী জুড়ে মূল লড়াই চলছে। প্রায় এক কোটি মানুষের নগরী খার্তুমে বিদ্যুৎ, পানি ও জ্বালানি কিছুই নেই।

 

একুশে সংবাদ/চ.ট.প্র/জাহাঙ্গীর

Link copied!