মেক্সিকোর পশ্চিমাঞ্চলে পাহাড়ি রাস্তা থেকে একটি বাস খাদে পড়েছে। এতে অন্তত ১৮ জন নিহত হয়েছেন আর আহত হয়েছেন ৩৩ জন। নিহতদের মধ্যে ১১ জন নারী এবং ৭ জন পুরুষ।
আহতদের মধ্যে অন্তত ১১টি শিশুকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, শনিবার (২৯ মে) রাতে নায়ারিত রাজ্যের রাজধানী টেপিক এবং পর্যটন এলাকা পুয়ের্তো ভাল্লার্তার সংযোগকারী একটি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
দেশটির নায়ারিত অঞ্চলের প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, বাসটি খাড়া রাস্তা থেকে প্রায় ১৫ মিটার নিচে একটি গিরিখাতে পড়ে যায়। খবর পেয়ে প্রসিকিউটরের দপ্তর ও অন্যান্য সরকারি সংস্থা সেখানে উদ্ধার কাজ শুরু করে।
প্রসিকিউটরের কার্যালয় টুইটারে শেয়ার করা এক বিবৃতিতে বলেছে, দুর্ঘটনার শুরু থেকেই বিভিন্ন ফেডারেল ও রাজ্য কর্তৃপক্ষের সঙ্গে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে।
একুশে সংবাদ/চ.ট.প্র/জাহাঙ্গীর
আপনার মতামত লিখুন :