AB Bank
ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মিয়ানমারে ভিন্নমতের ২,১৫৩ বন্দির মুক্তি


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৭:১০ পিএম, ৩ মে, ২০২৩
মিয়ানমারে ভিন্নমতের ২,১৫৩ বন্দির মুক্তি

মিয়ানমারে বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাসোনে পূর্ণিমা দিবস উপলক্ষে দুই হাজার ১৫৩ জন বন্দিকে মুক্তি দিয়েছে দেশটির জান্তা সরকার। তারা সেনাবাহিনীর বিরুদ্ধে ভিন্নমতকে উৎসাহিত করার ‘অপরাধে’ কারাবন্দি ছিলেন।

 

স্থানীয় সময় বুধবার (৩ মে) সামরিক সরকারের এক ঘোষণায় বলা হয়, গত বছর ফেব্রুয়ারিতে সেনা সমর্থিত সরকার ক্ষমতায় আসার পর যেসব সমালোচকদের বিশেষ আইনে আটক করা হয়েছিল তাদের ‘কাসোনে পূর্ণিমা দিবস‘ উপলক্ষে ক্ষমা করা হয়েছে।

 

দণ্ডবিধি ৫০৫ (এ) ধারার অধীনে সাজা ভোগ করা ২ হাজার ১৫৩ বন্দিকে ধর্মীয় উৎসব উপলক্ষে মুক্তি দেয়া হয়েছে। এই আইনে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। গত বছর ফেব্রুয়ারিতে ক্ষমতা দখল করার পর থেকে ভিন্নমতের মানুষের ওপর নির্বিচারে প্রয়োগ করা হচ্ছে এই বিতর্কিত আইনটি।

 

 

বিবৃতিতে বলা হয়, মানুষের শান্তিপূর্ণ মানসিক অবস্থা এবং মানবিক কারণে ক্ষমার আদেশ দিয়েছে দেশটির সামরিক বাহিনী। যারা আবারো এমন অপরাধ করবেন তাদের অতিরিক্ত সাজাসহ বাকি শাস্তি ভোগ করতে হবে। একটি স্থানীয় পর্যবেক্ষক সংস্থার মতে, অং সান সু চির সরকারকে ক্ষমতাচ্যুত করা এবং দেশকে অশান্তিতে নিমজ্জিত করার পর থেকে প্রায় ২১ হাজারের বেশি ভিন্নমতের মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। জাতিসংঘের মতে, এ সময় অন্তত ১৭০ সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে।

 

একুশে সংবাদ/ঢ.প.প্র/জাহাঙ্গীর

Link copied!