AB Bank
ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইউক্রেনের অন্যান্য শহরে বিস্ফোরণ


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৯:৫৫ এএম, ৪ মে, ২০২৩
ইউক্রেনের অন্যান্য শহরে বিস্ফোরণ

ইউক্রেনের রাজধানী কিয়েভসহ দেশটির বহু শহরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই পরিস্থিতিতে কয়েকটি অঞ্চলে বিমান বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে দেশটি।পূর্ব ইউরোপের এই দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর খেরসনে রুশ হামলায় ২১ জনের প্রাণহানির পর বৃহস্পতিবার (৪ মে) ভোরে শহরগুলোতে বিস্ফোরণের এই ঘটনা ঘটল। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

 

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ভোরে ইউক্রেনের রাজধানী কিয়েভসহ অন্যান্য শহরগুলোতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে দেশটির কর্মকর্তারা এবং মিডিয়া আউটলেটগুলো জানিয়েছে। এছাড়া বিস্ফোরণের পর  বিমান বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে বলে কিছু স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

 

রয়টার্স বলছে, রাশিয়া গত বছরের অক্টোবর থেকে ইউক্রেনে নিয়মিত বোমা হামলা চালিয়ে যাচ্ছে। মূলত, ক্রিমিয়া উপদ্বীপের সাথে রাশিয়াকে সংযুক্তকারী ইউরোপের বৃহত্তম রেল ও সড়ক সেতুতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনার প্রতিশোধ হিসেবে গত ৮ অক্টোবর থেকে ইউক্রেনের জ্বালানি নেটওয়ার্ক ও অবকাঠামোসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে আক্রমণ শুরু করে রাশিয়া।

 

এরই ধারাবাহিকতায় বুধবার ইউক্রেনের খেরসনে বড় ধরনের হামলা চালায় রাশিয়া। এতে ২১ জন নিহত হয়েছেন। নিহতদের সবাই বেসামরিক নাগরিক। এছাড়া আহত হয়েছেন আরও ৪৮ জন। খেরসনে সেই হামলার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে রাজধানী কিয়েভসহ অন্যান্য ইউক্রেনীয় শহরগুলোতে বিস্ফোরণের খবর পাওয়া গেল।

 

কিয়েভের আঞ্চলিক সামরিক প্রশাসন টেলিগ্রামে বলেছে, ‘কিয়েভ অঞ্চলে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে।’শহরের প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অন্তত একটি বড় বিস্ফোরণ হয়েছে।

 

ইউক্রেনের পাবলিক ব্রডকাস্টার সাসপিলন দক্ষিণাঞ্চলীয় শহর জাপোরিঝিয়ায় বিস্ফোরণের খবর দিয়েছে। জাপোরিঝিয়ার আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ইউরি মালাশকো টেলিগ্রামে বলেছেন, সেখানে বিমান বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে।

 

স্থানীয় গণমাধ্যম কৃষ্ণ সাগর তীবর্তী বন্দর নগরী ওডেসায়ও বিস্ফোরণের খবর জানিয়েছে। একটি সরকারি মানচিত্র অনুসারে, দেশের পূর্বাঞ্চলের বেশিরভাগ অংশে বিমান হামলার সতর্কতা জারি করা হয়েছে।

একুশে সংবাদ.কম/সম 

Link copied!