প্রথমবারের মতো বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক অজয় বঙ্গ।
স্থানীয় সময় বুধবার (৩ মে) বিশ্বব্যাংকের বোর্ড অফ গভর্নররা মাস্টারকার্ডের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অজয় বঙ্গকে পাঁচ বছরের মেয়াদে বিশ্ব দাতা সংস্থাটির প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত করেছেন।
তিনি আগামী ২ জুন তিনি দায়িত্ব নিবেন।
এর আগে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট হিসেবে ভারতীয় বংশোদ্ভূত অজয় বঙ্গকে মনোনীত করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সম্প্রতি বিশ্ব ব্যাংকের প্রধানের পদ থেকে ইস্তফা দিয়েছেন ডেভিড মালপাস। অজয় তার স্থলাভিষিক্ত হলে তিনিই হবেন এই পদে প্রথম ভারতীয়।
পুণেতে জন্ম অজয় বঙ্গর বয়স ৬৩। বাবা হরভজন সিং বঙ্গ ছিলেন ভারতীয় সেনার উচ্চপদস্থ কর্মকর্তা। ২০১০ সালে তিনি মাস্টারকার্ডের সিইও হন। এর আগে নেসলে, পেপসির মতো বহুজাতিক সংস্থার দায়িত্বে ছিলেন তিনি। এই মুহূর্তে জেনারেল ইকুইটি নামের যুক্তরাষ্ট্রের একটি সংস্থায় ভাইস চেয়ারম্যান অজয়।
একুশে সংবাদ/স.ট.প্র/জাহাঙ্গীর
আপনার মতামত লিখুন :