AB Bank
ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভারতে বাসস্ট্যান্ডের নাম ‘বাংলাদেশ’


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১০:১০ এএম, ১৯ জুন, ২০২৩
ভারতে বাসস্ট্যান্ডের নাম ‘বাংলাদেশ’

ভারতের মহারাষ্ট্রে একটি বাসস্ট্যান্ডের নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ’ নামকরণ করা হয়েছে।সম্প্রতি রাজ্যের থানে জেলার পশ্চিম ভাঈন্দরের উত্তান চক এলাকায় ‘ইন্দিরা নগর’ বাসস্ট্যান্ডের নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ’ নামকরণ করে মিরা-ভাঈন্দর পৌরসভা।

 

স্থানীয়দের ভাষ্যমতে, অনেক বাঙালি থাকার কারণে অনেকেই এলাকাটিকে ‘বাংলাদেশ’ বলে ডাকতে শুরু করেন। ধীরে ধীরে বাঙালি মানুষের আধিক্য বাড়তে থাকায় এলাকাটি ‘বাংলাদেশ’ নামে পরিচিতি লাভ করে।

 

মিরা-ভাঈন্দর পৌরসভা সূত্রে জানা যায়, ওই এলাকায় বসবাসকারীদের আধার কার্ড, বিদ্যুৎ বিল, এমনকি পৌরসভার কাছ থেকে পাওয়া সরকারি বাড়িতেও তারা ‘বাংলাদেশ’ শব্দটি ব্যবহার করছেন। এর ফলে স্বাভাবিকভাবেই পৌরসভার পক্ষ থেকে ওই এলাকার বাসস্ট্যান্ডকে ‘বাংলাদেশ’ নামকরণ করা হয়েছে। গত শুক্রবার (১৬ জুন) নামের সেই ফলকটি সামনে আসে।


এর আগে, ভারতের জম্মু এবং কাশ্মীরে ‘বাংলাদেশ’ নামে একটি গ্রামের খোঁজ পাওয়া যায়।

 

একুশে সংবাদ/স ক

Link copied!