AB Bank
ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সৌদির বাইরের ১৪ লাখ হাজির খরচ কমেছে ৩৯ শতাংশ


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৩:৪২ পিএম, ২৪ জুন, ২০২৩
সৌদির বাইরের ১৪ লাখ হাজির খরচ কমেছে ৩৯ শতাংশ

এ বছর সোদি আরবের বাইরের দেশ থেকে আসা ১৪ লাখ হাজির হজ খরচের ৩৯ শতাংশ কমার কথা জানিয়েছেন দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী তাওফিক আল-রাবিয়াহ।

 

আরব নিউজ’র বরাত বৃহস্পতিবার (২৪ জুন) রিয়াদে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

 

দেশটির হজমন্ত্রী জানান, এ বছর হজপালকারীদের সংখ্যা কোভিড পূর্ববর্তী সময়ের পরিমাণে ফিরতে যাচ্ছে। তিনি বলেন, ‘হজের খরচ কমেছে, সৌদি আরবের বাইরের মুসলমানদের জন্য হজের প্যাকেজ খরচ ৩৯ শতাংশ কমানো হয়েছে। এতে ১৪ লাখের বেশি মানুষ উপকৃত হবে।’

 

তবে হজের ব্যয় কমলেও সেবার মান বাড়বে। কারণ সেবাদাতাদের মধ্যে প্রতিযোগিতার নিয়ম রয়েছে এবং গত বছর যেখানে ছয়টি প্রতিষ্ঠান এ কাজে নিয়োজিত ছিল, এবার সেখানে ১৬টি প্রতিষ্ঠান কাজ করবে।’

 

বিদেশ থেকে আগতদের পাশাপাশি সৌদি আরবে অবস্থানরতদের জন্যও হজের প্যাকেজমূল্য কমানো হয়েছে বলে জানান হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী। সৌদি আরবে যারা রয়েছেন তাদের প্যাকেজমূল্য শুরু হয় ৩ হাজার ৯৮৪ রিয়াল থেকে।

 

হজ ব্যবস্থাপনায় নিযুক্ত এজেন্সি বা কোম্পানিগুলোর প্রতারণার বিষয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী তাওফিক আল-রাবিয়াহ। তিনি বলেন, ‘গত বছর ভুলভ্রান্তি ও প্রতারণার কারণে আমরা ১৬ কোটি রিয়ালের বেশি ফেরত দিয়েছিলাম। কোনো কোম্পানির ক্ষেত্রেই আমরা এটা বরদাস্ত করব না বরং যেসব কোম্পানি হাজিদের সন্তুষ্টি দেখাতে পারবে, তাদের জন্য প্রণোদনার ব্যবস্থা রয়েছে।’

 

ওমরাহ করতে ইচ্ছুকদের জন্য ভিসা ৩০ দিন থেকে বাড়িয়ে ৯০ দিনের সুযোগ করে দেওয়া হয়েছে বলেও জানান সৌদি হজমন্ত্রী।

 

একুশে সংবাদ/য/এসএপি

Link copied!