মধ্য আমেরিকার দেশ হন্ডুরাসের চোলোমা শহরে অস্ত্রধারীদের গুলিতে ১১ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অনেকেই। উত্তর হন্ডুরাসের কর্টেসের চোলোমায় লোপেজ আরেলানো সেক্টরের ভিক্টোরিয়া এলাকায় একটি পুল হলে এই ঘটনা ঘটে।
ধারণা করা হচ্ছে, কিছু ভারী অস্ত্রধারী পুল হলটিতে প্রবেশ করে সেখানে থাকা সবাইকে গুলি করেন।
খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে দশজন পুরুষ ও একজন নারী। সহিংস কর্মকাণ্ডে তিনজন আহত হয়েছেন এবং তাদের কেয়ার সেন্টারে স্থানান্তর করা হয়েছে। নিহতদের মধ্যে তাদের আত্মীয়-স্বজন আছে কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ। পুলিশ কর্মকর্তারা ওই এলাকার নিরাপত্তা জোরদার করেছেন।
হত্যাকাণ্ডে জড়িতদের সন্ধানে অভিযান পরিচালনা করছে সেখানকার পুলিশ।
একুশে সংবাদ/এসএপি
আপনার মতামত লিখুন :