সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, এই বছর ১৫০টি দেশ থেকে ১৮ লাখ ৪৫ হাজার ৪৫ জন হজ পালন করেছেন।
স্থানীয় সময় মঙ্গলবার (২৭ জুন) আরাফাতের ময়দানে মন্ত্রণালয়ের ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক আল-রাবিয়াহ এমনটি জানিয়েছেন। খবর আরব নিউজ।
মিনা থেকে হজযাত্রীদের সফলভাবে আনা হয়েছে এবং সকাল ১০টার মধ্যে সবাই আরাফাতে পৌঁছেছেন। তিনি হজযাত্রীদের সর্বোত্তম পরিষেবা নিশ্চিতে সহায়তা করার জন্য ৪০ টিরও বেশি সরকারি সংস্থা এবং অন্যান্য বেসরকারি সংস্থার প্রচেষ্টার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
তিনি যোগ করেন, এমনসব প্রচেষ্টাগুলো তীর্থযাত্রীদের চলাচলকে প্রশান্তিতে ভরিয়ে দিয়েছে। আল-রাবিয়াহ আরও বলেন, `গত বছরের হজ শেষ হবার পর এই বছরের প্রস্তুতি শুরু করে দিয়েছেন তারা।
তিনি যোগ করেন, `আমরা একটি টাস্ক ম্যানেজমেন্ট সেন্টার স্থাপন করেছি এবং এর প্রধান কাজ হল সব অংশগ্রহণকারী সংস্থার সাথে সমন্বয় করা। যে কারণে হজযাত্রীদের যাতায়াত প্রক্রিয়া সুষ্ঠু ও সহজে হয়েছে।`
`আমরা স্মার্ট কার্ডের ব্যবহার আরও বাড়িয়েছি- যা থেকে হজযাত্রীরা সহজে জানতে পেরেছেন কোথায় গেলে কোন সেবা পাওয়া যায়। বিশেষ এই কার্ড তাদের ক্যাম্পে পৌঁছাতে এবং অবস্থান খুঁজে পেতে সহায়তা করে।`
আল-রাবিয়াহ বলেন, হজের সময় পূণার্থীদের জন্য প্রযুক্তির যথাযথ ব্যবহার একটি অমূল্য ও অতিপ্রয়োজনীয় মাধ্যম হিসেবে প্রমাণিত হয়েছে।
তিনি যোগ করেন, প্রযুক্তির এই অগ্রগতি নিশ্চিতভাবে আমাদের আরও ভাল পরিষেবা নিশ্চিত সহায়তা করেছে এবং তীর্থযাত্রীদের অভিজ্ঞতাকেও সমৃদ্ধ করতে পেরেছে।
একুশে সংবাদ/ন.ট.জাহা
আপনার মতামত লিখুন :