ইউক্রেনের সংঘাতপূর্ণ অঞ্চল থেকে প্রায় ৭ লাখ শিশুকে রাশিয়ার ভূখণ্ডে নিয়ে আসা হয়েছে। রুশ পার্লামেন্টের উচ্চকক্ষ ফেডারেশন কাউন্সিলের আন্তর্জাতিক কমিটির প্রধান গ্রিগরি কারাসিন এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের।
কারাসিন তার টেলিগ্রাম বার্তা চ্যানেলে লিখেন, ‘সাম্প্রতিক বছরগুলোতে ৭ লাখ শিশু আমাদের কাছে আশ্রয় পেয়েছে। তারা ইউক্রেনের সংঘাতপূর্ণ এলাকা থেকে বোমা হামলা এবং গোলাগুলি থেকে পালিয়েছে।’
রাশিয়া তার পশ্চিম প্রতিবেশী ইউক্রেনে ২০২২ সালের ফেব্রুয়ারিতে পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরু করে। মস্কোর দাবি, সংঘাতময় অঞ্চল থেকে শিশুদের রক্ষা করার উদ্দেশ্যে ইউক্রেন থেকে তাদের রাশিয়ার ভূখণ্ডে আনা হয়েছে।
তবে ইউক্রেন বলছে, অনেক শিশুকে অবৈধভাবে বিতাড়িত করা হয়েছে। আর ইউক্রেন মিত্র যুক্তরাষ্ট্র বলছে, হাজার হাজার শিশুকে জোরপূর্বক তাদের বাড়ি থেকে তুলে নেওয়া হয়েছে। যুদ্ধের প্রথম কয়েক মাসে এবং আগস্টের শেষের দিকে পূর্ব ও দক্ষিণে অধিকৃত অঞ্চল পুনরুদ্ধার করতে ইউক্রেনের পালটা আক্রমণ শুরু করার আগেই বেশির ভাগ মানুষ ও শিশুদের রুশ ভূখণ্ডে আনা হয় বলে জানা গেছে।
এদিকে যুক্তরাষ্ট্রের দাবি, ২০২২ সালের জুলাইয়ে রাশিয়া ২ লাখ ৬০ হাজার শিশুকে ‘জোরপূর্বক নির্বাসন’ করেছে রাশিয়া।
একুশে সংবাদ/জ/এসএপি
আপনার মতামত লিখুন :