মরক্কোয় একটি পার্বত্যাঞ্চলে মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে ২৪ জন নিহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আলতাস পর্বতের পাদদেশে দেমনেত শহরের রাস্তায় স্থানীয় সময় রবিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। খবর আল-জাজিরার।
মিনিবাসটিতে করে লোকজন মরক্কোর কেন্দ্রস্থলে একটি বাজারে যাচ্ছিলেন। সেসময় একটি বাঁকে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
মরোক্কোয় সবচেয়ে প্রাণঘাতী দুর্ঘটনাগুলোর এটি একটি। দেশটির সড়ক নিরাপত্তা ব্যবস্থা খুবই দুর্বল।
দুর্ঘটনার পর ছবিতে খাদের অতলে ভাঙাচোরা মিনিবাসটি পড়ে থাকতে দেখা গেছে।
দেমনেত হাসপাতালের পরিচালক ইউসেফ মাখলুফি বলেছেন, সব যাত্রীই মারা গেছেন। তাদের মধ্যে দুই নারী এবং এক শিশুও আছে।
আন্তর্জাতিক পরিবহন ফোরামের তথ্যানুযায়ী, ২০২০ সালে মরক্কোর রাস্তায় দিনে গড়ে ৮ জন মানুষ প্রাণ হারিয়েছে।
এবছর মার্চে একটি মিনিবাস গ্রামীণ এলাকায় একটি গাছে ধাক্কা খেলে ১১ জন মারা যান। তাছাড়া, গত বছর অগাস্টে মরক্কোর কাসাব্লাংকার পূর্ব দিকে একটি বাঁকে বাস উল্টে ২৩ জন নিহত হয়।
একুশে সংবাদ/স/এসএপি
আপনার মতামত লিখুন :