AB Bank
ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ধর্ষণে অভিযুক্তদের জন্য বন্ধ হল সরকারি চাকরির দরজা


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৬:১৮ পিএম, ১৫ আগস্ট, ২০২৩
ধর্ষণে অভিযুক্তদের জন্য বন্ধ হল সরকারি চাকরির দরজা

ধর্ষণে অভিযুক্তদের জন্য সরকারি চাকরি দরজা বন্ধ করার ঘোষণা দিলেন ভারতের ছত্তীসগড় রাজ্যের মুখ্যমন্ত্রী ভুপেশ বঘেল। খবর এনডিটিভির।

 

মঙ্গলবার দেশটির স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এই ঘোষণা দেন তিনি।

 

এ সময় মুখ্যমন্ত্রী ভূপেশ বঘেল বলেন, “ছত্তীসগড়ে নারীসুরক্ষা নিশ্চিত করাই তার সরকারের অন্যতম লক্ষ্য।”


সে লক্ষ্যপূরণে শিশু এবং নারীদের বিরুদ্ধে অপরাধ রুখতে কড়া পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন মুখ্যমন্ত্রী।

 

অনুষ্ঠানে নিজের ভাষণে বঘেল বলেন, “শিশু এবং নারীদের বিরুদ্ধে ধর্ষণ-সহ যৌন হেনস্থার মতো নানা অপরাধে অভিযুক্তদের জন্য সরকারি চাকরির দরজা বন্ধ করা হবে।”

 

চলতি বছরের শেষে কংগ্রেসশাসিত এই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে নিজের ভাষণে একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী বঘেল।

 

তিনি বলেন, “রাজ্যে নারীদের সুরক্ষা নিশ্চিত করা, তাদের সম্মান এবং মর্যাদা রক্ষা করাকেই অগ্রাধিকার দিচ্ছে আমাদের সরকার। শিশুকন্যা এবং নারীদের বিরুদ্ধে ধর্ষণ, যৌন হেনস্থা এবং অন্যান্য অপরাধে অভিযুক্তদের উপর সরকারি চাকরিতে নিষেধাজ্ঞা জারি করা হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।”

 

দেশজুড়ে নারী নির্যাতনের পরিসংখ্যানের বিচারে গত কয়েক বছরে কিছুটা হলেও আশার আলো দেখেছে ছত্তীসগড়। ‘ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো’ র (এনসিআরবি) সমীক্ষা অনুযায়ী, ২০১৮ সালে নারী নির্যাতনের ঘটনায় দেশের মধ্যে এই রাজ্য পঞ্চম স্থানে ছিল। তবে ২০২১ সালে সেই নিরিখে ছত্তীসগড় ১১তম স্থানে নেমে যায়।

 

সরকারি স্কুলের শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ-সুবিধার প্রতিশ্রুতি দিয়েছেন বঘেল। তিনি জানিয়েছেন, রাজ্যের প্রত্যন্ত প্রান্তে সরকারি স্কুলের একাদশ-দ্বাদশের শিক্ষার্থীদের জন্য মেডিকেল এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে অনলাইনে বিনামূল্যে কোচিংয়ের বন্দোবস্ত করা হবে। 

 

একুশে সংবাদ/এসএপি

Link copied!