ক্রাইমিয়ায় রুশ নৌবহরের সদরদপ্তরে হামলায় নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল ভিক্টর সোকোলোভ নিহত হয়েছেন বলে দাবি করেছে ইউক্রেন। দেশটির স্পেশাল অপারেশনস ফোর্সেস তাদের হালনাগাদ তথ্যে জানিয়েছে, গত শুক্রবার ক্ষেপণাস্ত্র হামলায় ভিকটর সোকোলোভসহ ৩৪ জন রুশ কর্মকর্তা নিহত হয়েছে।
সোমবার (২৫ সেপ্টেম্বর) এ দাবি করে কিয়েভ। খবর সিএনএন’র।
কমান্ডার সোকোলোভের নাম ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রকাশ করেছে ইউক্রেন প্রশাসন। তবে দাবির পক্ষে কোনো তথ্যপ্রমাণ দেখায়নি।
ইউক্রেনের বিশেষ বাহিনী দাবি করেছে, শুক্রবারের হামলায় ভিক্টর সোকোলভসহ আরও ৩৩ জন কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও শতাধিক রাশিয়ান সেনা আহত হয়েছেন।
তবে ইউক্রেনের এসব দাবি নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে সিএনএন। সংবাদমাধ্যমটি রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মন্তব্য পায়নি। এ হামলার পর মস্কোর পক্ষ থেকে বলা হয়, তাদের এখন সেনা নিখোঁজ রয়েছে।
সম্প্রতি ইউক্রেন ক্রিমিয়া দ্বীপে হামলার পরিমাণ অনেক বাড়িয়েছে। গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৫৭০ এর বেশি দিন ধরে চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাতের পরিমাণ অনেক বেড়েছে।
একুশে সংবাদ/য.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :