AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইসকন প্রতারক, কসাইদের কাছে গরু বিক্রি করে: মেনকা গান্ধী


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৪:৪৩ পিএম, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
ইসকন প্রতারক, কসাইদের কাছে গরু বিক্রি করে: মেনকা গান্ধী

ধর্মীয় সংগঠন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে বিজেপির সংসদ সদস্য মেনকা গান্ধীর অভিযোগ, ইসকন বড় প্রতারক। নিজেদের গোশালা থেকে ইসকনের সদস্যরা কসাইদের কাছে গরু বিক্রি করেন।

 

তবে ইসকনের পক্ষ থেকে এক বিবৃতিতে মেনকার এ অভিযোগ অস্বীকার করা হয়েছে। বলা হয়েছে, এ অভিযোগ অপ্রমাণিত ও মিথ্যা।

 

মেনকা গান্ধী ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। তিনি ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পুত্রবধূ। মেনকার স্বামী সঞ্জয় গান্ধী উড়োজাহাজ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন। ইন্দিরা গান্ধীর আরেক পুত্রবধূ সোনিয়া গান্ধী ও তার ছেলে-মেয়ে রাহুল ও প্রিয়াঙ্কা কংগ্রেসের রাজনীতি করলেও মেনকা ও তার ছেলে বরুণ গান্ধী বিজেপি করেন।

 

পশু অধিকার নিয়ে বরাবর সোচ্চার মেনকা গান্ধী। সামাজিক যোগাযোগমাধ্যমে পশু অধিকার নিয়ে তিনি বিভিন্ন সময় লেখালেখি করেন। অনলাইনে ভাইরাল হওয়া একটি ভিডিওতে মেনকাকে বলতে শোনা যায়, দেশের মধ্যে ইসকন বড় প্রতারক একটি সংগঠন। ইসকনের অনেক গোশালা রয়েছে। সরকারের কাছ থেকে জমিসহ নানা সহায়তা নেয়।

 

অন্ধ্র প্রদেশের অনন্তপুরে ইসকনের একটি গোশালা রয়েছে। সেখানে সফরে গিয়েছিলেন মেনকা গান্ধী। সেই স্মৃতির কথা জানিয়ে তিনি বলেন, সেখানে কোনো গরু ছিল না। সেখানে তিনি কোনো বাছুরও দেখেননি। মেনকা বলেন, সেখানে একটিও বাছুর ও গরু ছিল না। অর্থাৎ, সব বিক্রি করে দেওয়া হয়েছে।

 

ইসকনের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে মেনকা গান্ধী বলেন, ‘ইসকন সেখানকার সব গরু কসাইদের কাছে বিক্রি করে দিয়েছে। তাদের মতো এমন কাজ অন্য আর কেউ করে না। অথচ ইসকনের সদস্যরা রাস্তায় হরে রাম, হরে কৃষ্ণ গায়। বলে থাকে, তাদের পুরো জীবন গরু ও দুধের ওপর নির্ভরশীল। কিন্তু তারা যেভাবে গবাদিপশু বিক্রি করে, এমন আর কেউ করে না।

 

মেনকা গান্ধীর এ অভিযোগ অস্বীকার করেছে ইসকন। সংগঠনটির জাতীয় মুখপাত্র যুধিষ্ঠির গোবিন্দ দাস বলেন, শুধু ভারতে নয়, বরং বিশ্বজুড়ে গরু ও ষাঁড়ের সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে থাকে ইসকন। কখনোই কসাইদের কাছে বিক্রি করা হয় না। মেনকা গান্ধী একজন সুপরিচিত প্রাণী অধিকারকর্মী। তিনি ইসকনের শুভাকাঙ্ক্ষী। তাই মেনকা গান্ধীর এমন ‘অপ্রমাণিত ও মিথ্যা’ মন্তব্যে ইসকন কর্তৃপক্ষ বেশ অবাক হয়েছে।

 

একুশে সংবাদ/আ.ভ.প্র/জাহা

Link copied!