AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হামাসের রকেট হামলায় ২২ নিহত, পাল্টা হামলা ইসরাইলের


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৬:৫২ পিএম, ৭ অক্টোবর, ২০২৩
হামাসের রকেট হামলায় ২২ নিহত, পাল্টা হামলা ইসরাইলের

ইসরাইল বিরোধী বড় ধরণের হামলা চালালো হামাস। বলা হচ্ছে,  বিগত কয়েক বছরের মধ্যে ইসরায়েলের বিরুদ্ধে এটি বৃহত্তম আক্রমণ হামাসের। গাজা উপত্যকা থেকে ৫ হাজার রকেট ও গোলা ছোড়ার পর দেশটির দক্ষিণে ঢুকে পড়েছে হামসের যোদ্ধারা। এই হামলায় স্থানীয় মিডিয়া ও চিকিৎসা কর্মীদের উদ্ধৃতি দিয়ে কমপক্ষে ২২ ইসরায়েলি নিহত এবং শতাধিক আহত হওয়ার খবর জানিয়েছে আল জাজিরা।

 Israel ‍‍`at war‍‍` as Hamas gunmen launch surprise attack from Gaza

এই হামলার পর তেল আবিবের সামরিক সদর দফতর থেকে এক ভিডিও বার্তায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দেশে যুদ্ধ পরিস্থিতি ঘোষণা করেছেন। ইসরাইলের নাগরিকদের উদ্দেশ্যে বেঞ্জামিন বলেন, ইসরায়েলের নাগরিক গণ, আমরা যুদ্ধের মধ্যে আছি।

 Palestinian gunmen infiltrate areas of southern Israel

এদিকে হামাসের সিনিয়র সামরিক কমান্ডার মোহাম্মদ দেইফ বলেছেন, যথেষ্ট হয়েছে, পৃথিবীতে শেষ দখলদারিত্বের অবসান ঘটানোর জন্য এটিই সবচেয়ে বড় যুদ্ধের দিন। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা ইসরায়েলি বেসামরিক নাগরিকদের রক্ষা করবে এবং ইতিমধ্যে গাজা উপত্যকায় নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা শুরু করেছে। হামাসকে তাদের কর্মকাণ্ডের জন্য ভারী মূল্য দিতে হবে।

 Palestinian gunmen infiltrate areas of southern Israel

পশ্চিমা সংবাদমাধ্যম  জানায়, দখলকৃত পশ্চিম তীরের শহর হুওয়ারাতে অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সঙ্গে সংঘর্ষে একজন ফিলিস্তিনি নিহত হয়, পরে তার অন্ত্যেষ্টিক্রিয়ার সময় ইহুদি বসতি স্থাপনকারীরা নতুন করে সহিংসতা ছড়ালে আহত আরও নয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়। এই হামলার খবর ছড়িয়ে পড়লে গাজা থেকে প্রতিরোধ যুদ্ধের ডাক দেয় হামাস।

 Rocket barrages launched towards Israel from Gaza

হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেডের প্রধান মোহাম্মদ দেইফ এক বিবৃতিতে বলেন, আমরা ‘অপারেশন আল-আকসা ফ্লাড’ (অভিযান আল-আকসা বন্যা) ঘোষণা করছি । শত্রুর অবস্থান, বিমানবন্দর এবং সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু বানিয়ে আমরা প্রথমেই আঘাত করার ঘোষণা করছি। এই পর্যন্ত গোলা ও ক্ষেপণাস্ত্র হামলার সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে।

 

একুশে সংবাদ/আ.ভ.প্র/জাহা

Link copied!