ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের নজিরবিহীন হামলায় কাঁপছে ইসরায়েল। হামাসের আক্রমণের পাল্টা জবাব দিচ্ছে ইসরায়েল। আর এর মধ্যেই এবার শোনা গেল, মিসরে পুলিশের গুলিতে মারা গেছেন ২ ইসরায়েলি পর্যটক। এ ছাড়া গুলিতে মিসরের এক নাগরিকও নিহত হয়েছেন বলে জানা গেছে। খবর আল জাজিরার।
আল জাজিরা মিসরের বেশ কয়েকটি সংবাদমাধ্যমের বরাত দিয়ে বলছে, দেশটির আলেকজান্দ্রিয়া এলাকায় ইসরায়েলি পর্যটকদের টার্গেট করে গুলি করেন এক পুলিশ কর্মকর্তা। এতে তিনজন নিহতের প্রাথমিক তথ্য জানিয়েছে দেশটির নিরাপত্তা সংস্থা।
এক্সট্রা নিউজ নামের মিসরের একটি টেলিভিশন চ্যানেল বলছে, আলেকজান্দ্রিয়ার পম্পেই পিলারের পাশেই এই ঘটনা ঘটে। পুলিশের গুলিতে একজন আহত হয়েছেন। যে পুলিশ কর্মকর্তা গুলি চালিয়েছেন, তাঁকে আটক করা হয়েছে।
এদিকে, দক্ষিণ ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় চলছে ইসরায়েলি বাহিনী ও হামাসের সংঘর্ষ। ইসরায়েলে হামাসের রকেট হামলায়
শেষ খবর পাওয়া পর্যন্ত ইসরায়েলে নিহতের সংখ্যা বেড়ে ৬০০ ছাড়িয়েছে। নিহতের মধ্য সাধারণ মানুষের পাশাপাশি সামরিক বাহিনীর সদস্যও রয়েছে। ফিলিস্তিনে মারা গেছেন ৩১৩ জন, আহত ২ হাজারের বেশি।
একুশে সংবাদ/ই.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :