সীমান্ত এলাকা পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে ইসরায়েলের সেনাবাহিনী। মঙ্গলবার তারা জানায়, সোমবার রাত থেকে সীমান্ত দিয়ে কোনো হামাস যোদ্ধা প্রবেশ করতে পারেননি। ইসরায়েলের অভ্যন্তরে ১ হাজার ৫০০ হামাস যোদ্ধার মরদেহ পাওয়া গেছে।
বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে। ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র রিচার্ড হেক্ট বলেন, সোমবার থেকে সীমান্ত দিয়ে কোনো হামাস যোদ্ধা প্রবেশ করতে না পারলেও অন্য উপায়ে প্রবেশ করে থাকতে পারে।
হামাস আপসে রাজি নয়, গাজায় রাতভর ইসরায়েলি হামলাহামাস আপসে রাজি নয়, গাজায় রাতভর ইসরায়েলি হামলা
এদিকে, ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের রকেট হামলার জবাবে গাজায় একের পর এক বোমা ফেলেই যাচ্ছে ইসরায়েলের সেনাবাহিনী। এমতাবস্থায় হামাস জানিয়েছে, তাদের হাতে জিম্মি কারও ব্যাপারে ইসরায়েলের সাথে আপস বা সমঝোতা করতে রাজি নয় তারা। এমনকি এ ব্যাপারে আলোচনা করতে হলে আগে এই হামলা থামাতে হবে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, এক ভিডিও বার্তায় এমন কথাই বলেছেন হামাসের এক মুখমাত্র। ভিডিও বার্তায় মূলত কথা বলেন হামাসের অঙ্গসংগঠন আল–কাসামের মুখপাত্র আবু ওবাইদা।
হামাসের সঙ্গে ইসরায়েলের সামরিক বাহিনীর চলমান সংঘাত নিয়ে ফোনে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে কথা বলেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান (এমবিএস)। তিনি মাহমুদ আব্বাসকে বলেন, এই সংঘাতে সৌদি আরব বরাবরের মতোই ফিলিস্তিনিদের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছে।
ইসরায়েলের দাবি, শনিবার হামাসের রকেট হামলায় তিন দিনে অন্তত ৯০০ ইসরায়েলি নিহত হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, ইসরায়েলের পাল্টা হামলায় গাজায় মারা গেছে কমপক্ষে ৭০৪ ফিলিস্তিনি। জাতিসংঘ বলছে, বাস্তুচ্যুত হয়েছে গাজার লক্ষাধিক বাসিন্দা।
একুশে সংবাদ/এসআর
আপনার মতামত লিখুন :