AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হামাসের বাঙ্কার থেকে জিম্মিদের উদ্ধার করলো ইসরাইল সেনারা (ভডিও)


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৪:১০ পিএম, ১৩ অক্টোবর, ২০২৩
হামাসের বাঙ্কার থেকে জিম্মিদের উদ্ধার করলো ইসরাইল সেনারা (ভডিও)

ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) একটি ফুটেজ প্রকাশ করেছে। যাতে দেখা গেছে ইসরাইল সেনাবাহিনীর অভিজাত ইউনিট ‘শায়েতেত ১৩’ গাজার নিরাপত্তা বেড়ার কাছে ২৫০ জনেরও বেশি জিম্মিকে উদ্ধার করছে। ইসরাইলের সামরিক বাহিনীর ইউনিট সুফা ফাঁড়িতে হামলা চালালে ৬০ ফিলিস্তিনি যোদ্ধা নিহত হয়।

আইডিএফ বলেছে, ২৫০ জিম্মিকে উদ্ধার করা হয়েছে এবং ৬০ জনেরও বেশি ফিলিস্তিনি যোদ্ধাকে নিষ্ক্রিয় করা হয়েছে।  হামাসের দক্ষিণ নৌ বিভাগের ডেপুটি কমান্ডার মুহাম্মদ আবু আলিসহ ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রকাশিত ভিডিওতে ইসরাইলি সেনাদের ভবনের ভেতরে যেতে দেখা যায় এবং গুলির শব্দ শোনা যায়। একজন সৈন্যকে আড়াল থেকে গুলি ছুড়তে দেখা যায় এবং আরেকজন ফাঁড়ির দিকে গ্রেনেড ছুড়ে মারতে দেখা যায়। হামাসের হাত থেকে পণবন্দিদের বাঁচাতে বিশেষ অভিযান ‘শায়েতেত ১৩’ শুরু করেছে ইসরাইলের সেনা। যার মাধ্যমে একের পর এক জেহাদিদের হত্যা করছে ইহুদি দেশটির যোদ্ধারা।

ফুটেজে দেখা গেছে, একে একে ২৫০ জনকে নিরাপদে বের করে আনছে সেনা। আহতের জন্য স্ট্রেচার ও প্রাথমিক চিকিৎসারও ব্যবস্থা করা হয়েছে।

শুক্রবার চলমান ইসরাইল-হামাস যুদ্ধের সপ্তম দিন, যেখানে শান্তি প্রস্তাবনার এখনো কোনো সম্ভাবনা দেখা যায়নি। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরাইলে কমপক্ষে ১২০০ এবং গাজা উপত্যকায় ১৪০০ জন মারা গেছে। এছাড়া ইসরাইলি ভূখণ্ডে ১৫০০ হামাস সদস্যের মৃতদেহ পাওয়া গেছে বলে সরকার দাবি করেছে।

একুশে সংবাদ/এসআর
 

Link copied!